বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বাংলাদেশের একমাত্র সরকারি বিমান সংস্থার বিমান পরিবহন। বাংলাদেশের এই সরকারি বিমানসমূহ ঢাকা হযরত শাহজালাল বিমানবন্দর থেকে প্রধান কার্যক্রম পরিচালনা করে। এবং বিশ্বের বিভিন্ন দেশে আন্তর্জাতিক রুটে প্রতিনিয়ত চলাচল করে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটের দাম গন্তব্যস্থান অনুযায়ী ন্যূনতম ৩০ হাজার থেকে ৪৫ হাজার টাকা। এবং স্বাভাবিকভাবে সর্বোচ্চ কয়েক লক্ষ টাকা পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকেট মূল্য হয়ে থাকে। অর্থাৎ অন্যান্য বিমান পরিবহনের থেকে বাংলাদেশ বিমান পরিবহনের টিকিট মূল্য একটু বেশি হয়ে থাকে।
আর সকল বিমানসমূহের টিকিটের দাম গন্তব্য স্থানের উপর নির্ভর করে। এবং বিমানসমূহের ক্যাটাগরির উপর প্রতিটি টিকিটের সর্বোচ্চ দাম নির্ভর করে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কয়েকটি ক্যাটাগরি রয়েছে। এর মধ্যে কয়েকটি ক্যাটাগরি হচ্ছে, ইকোনোমি ক্লাস, বিজনেস ক্লাস, ফার্স্ট ক্লাস ও প্রিমিয়াম।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স
বাংলাদেশের একটি মাত্র সরকারি বিমান সংস্থা রয়েছে। এবং এই সংস্থার আওতায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বিশ্বের বিভিন্ন দেশে চলাচল করে। বর্তমানে বিশ্বের প্রায় ৭০ টি দেশের সাথে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর সেবা চুক্তি রয়েছে এবং বর্তমানে ১৬টি দেশে এর কার্যক্রম পরিচালনা করছে।
এই বাংলাদেশ বিমান সংস্থাটির প্রতিষ্ঠাকাল ৪ জানুয়ারি ১৯৭২। অর্থাৎ প্রায় ৫২ বছর আগে। বর্তমানে এই সংস্থার প্রধান কার্যালয় ও ঠিকানা হচ্ছে বলাকা ভবন, কুর্মিটোলা, ঢাকা–১২২৯। এবং এই সংস্থাটির মোট সম্পদ ২০৮২ কোটি টাকা। আর এই বিমান বাংলাদেশ এয়ারলাইন জনগণকে যে কোন দেশে যাতায়াতে উন্নতমানের সেবা প্রদান করে থাকে।
বাংলাদেশ বিমান টিকেট দাম কত
কোনো দেশে ভ্রমণের পূর্বে বিমানের টিকিটের দাম সম্পর্কে জেনে রাখা অনেক গুরুত্বপূর্ণ। অর্থাৎ ভিসা সম্পন্ন করার পর সবথেকে গুরুত্বপূর্ণ বিমানের টিকেট দাম কত তা জেনে নেওয়া। যেহেতু বিমান বাংলাদেশ এয়ারলাইন্স একটি বাংলাদেশের বিমান সংস্থার অধীনে।
তাই বেশিরভাগই বাংলাদেশী নাগরিক যে কোন আন্তর্জাতিক দেশে যাতায়াতের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ব্যবহার করে থাকেন।তবে জেনে রাখা ভালো, একই গন্তব্যস্থানে অন্যান্য বিমানের থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকেটের দাম ৫ হাজার থেকে ১০ হাজার টাকা পর্যন্ত বেশি।
যেমন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ব্যবহার করে বাংলাদেশের এক শহর থেকে অন্য শহরে যেতে নূন্যতম টিকিটের দাম হয়ে থাকে ২৫০০ টাকা থেকে ৩০০০ টাকা। এবং বাংলাদেশের ভিতরেই এক বিমানবন্দর থেকে অন্য বিমানবন্দরে যেতে সর্বোচ্চ টিকিটের দাম ৫০০০ থেকে ৭৫০০ টাকা। যেমনঃ
যাতায়াত স্থান | টিকেট মুল্য |
Dhaka To Cox`s Bazar | ৫৪৮০ টাকা। (economy) |
Dhaka To Jessore | ৪১৩৬ টাকা। (economy) |
Dhaka To Sylhet | ৪১৩৬ টাকা। (economy) |
Dhaka To Rajshahi | ৪১৩৬ টাকা। (economy) |
Dhaka To Saidpur | ৫০৯৩ টাকা। (economy) |
Dhaka To Chattogram | ৪১৩৬ টাকা। (economy) |
Dhaka To Barisal | ৩০০০ থেকে ৩৫০০ টাকা। (economy) |
বিশেষ দ্রষ্টব্যঃ উপরে উল্লেখিত বিমানের টিকিটের দাম ন্যূনতম একমাস পূর্বে বুকিং করা গুলো উল্লেখ করা হয়েছে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স টিকেট প্রাইস ২০২৪
ভ্রমণ করার উদ্দেশ্যে হোক অথবা জীবিকার উদ্দেশ্যে। অথবা যে কোনো আন্তর্জাতিক দেশে পৌঁছানো হোক। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আপনার ভ্রমণকে করবে অনেকটা আনন্দের এবং নিরাপদ। আর গন্তব্য স্থান অনুযায়ী এবং বিমানের ক্যাটাগরি অনুযায়ী টিকিট প্রাইস নির্ধারিত হয়ে থাকে।
গন্তব্যস্থান অনুযায়ী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিট প্রাইস ন্যূনতম 14 হাজার থেকে 45 হাজার টাকা। এবং আন্তর্জাতিক উদ্দেশ্যে বিভিন্ন দেশে ক্যাটাগরি অনুযায়ী সর্বোচ্চ ২ লক্ষ থেকে তিন লক্ষ টাকা প্রতি টিকিট মূল্য হয়ে থাকে। যেমন ইকোনমি ক্লাসের টিকেট মূল্যঃ
আন্তর্জাতিক যাতায়াতের স্থান | বিমান টিকিটের দাম |
ঢাকা থেকে আবুধাবি | ৩২ হাজার ৩৬৫ টাকা। (economy) |
ঢাকা থেকে কাঠমান্ডু | ২৩ হাজার ২৯৫ টাকা। (economy) |
ঢাকা থেকে দিল্লি | ১৪ হাজার ৯৬১ টাকা। (economy) |
ঢাকা থেকে দাম্মাম | ৫১ হাজার ১৭০ টাকা। (economy) |
ঢাকা থেকে কুয়েত | ১ লক্ষ ৮২ হাজার টাকা। (economy) |
ঢাকা থেকে কুয়ালালামপুর | ৫৬ হাজার ১৩৯ টাকা। (economy) |
বিশেষ দ্রষ্টব্যঃ উপরে তালিকায় প্রতিটি টিকিটের দাম এক মাস পূর্বে বুকিং করা। এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ইকোনমি ক্লাস ক্যাটাগরি টিকিটের দাম।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স টিকেট দাম কত ২০২৪
বাংলাদেশ থেকে যেমন বিশ্বের অনান্য দেশে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ব্যবহার করতে পারবেন। তেমনি আন্তর্জাতিক যেকোনো দেশ থেকে বাংলাদেশে ফিরে আসতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ব্যবহার করতে পারবেন। অথবা এখানে উল্লেখযোগ্য যে, কোনো দেশ থেকে এই বিমান ব্যবহার করে বাংলাদেশে আসলে কিছুটা টিকিট মূল্য কম হয়ে থাকে।
যেমন বাংলাদেশ থেকে আবুধাবিতে ইকোনমি ক্লাসের প্রতি টিকেট মূল্য ৩২ হাজার ৩৬৫ টাকা। ঠিক একই গন্তব্যে একই ক্যাটাগরি ইন্ডিগো এয়ারলাইন্স এর প্রতি টিকেট মূল্য ২৮ হাজার ৩০০ টাকা। বাংলাদেশ থেকে নেপালের কাঠমুন্ডিতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর ন্যূনতম টিকেটের দাম ২৩ হাজার ২৯৫ টাকা।
কিন্তু এ গন্তব্যস্থলে অন্য এয়ারলাইন্স ব্যবহার করলে এই টিকিট মূল্য কিছুটা কম পাওয়া যায়। যেমন ইন্ডিগো এয়ারলাইন্সের টিকেট মূল্য ২০ হাজার টাকা। এছাড়াও ভ্রমণের এক থেকে দুই মাস পূর্বে টিকেট বুকিং করলে এই টিকিট আরো কম পেতে পারেন।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স টিকেট বুকিং ২০২৪
অনলাইন থেকে খুব সহজেই বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিট বুকিং করা যায়। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিজস্ব অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে। যেখানে সকল দেশের বিমানের টিকিট দাম উল্লেখ করা আছে। এছাড়া খুব সহজে flightexpert.com থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সাশ্রয় মূল্যে টিকেট বুকিং করতে পারেন।
বাংলাদেশ বিমান টিকেট মূল্য তালিকা ২০২৪
বিজনেস ক্লাস বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের টিকিটের মূল্য নূন্যতম গন্তব্য স্থান অনুযায়ী ৪০ হাজার থেকে ৫০ হাজার টাকা। তবে কিছু গন্তব্যস্থানে বিজনেস ক্লাস প্রতি টিকেট মূল্য ৮০ হাজার থেকে ১ লক্ষ ২০ হাজার টাকা।
উদাহরণস্বরূপ আবুধাবি পৌঁছাতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজনেস ক্লাস ক্যাটাগরির একটি টিকিটের মূল্য ১ লক্ষ ৪ হাজার ২০৭ টাকা। তবে নিচে উল্লেখ করা টিকিটের দামের তালিকা গুলো বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ইকনোমি ক্লাসের।
- বাংলাদেশ থেকে মালয়েশিয়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিট মূল্য ৩২ হাজার টাকা।
- ঢাকা থেকে কুয়েত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিট মূল্য ৪১ হাজার টাকা।
- বাংলাদেশ থেকে সিঙ্গাপুর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিট মূল্য ৩৪ হাজার ২৯৭ টাকা।
- ঢাকা থেকে সৌদি আরব ইকনোমি ক্লাসের টিকেট মূল্য ৫৬ হাজার টাকা।
- ঢাকা থেকে কাতারের দোহা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিট মূল্য ৪০ হাজার ৮০০ টাকা।
- বাংলাদেশ থেকে দুবাই বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিট মূল্য ৪৩ হাজার টাকা।
বাংলাদেশ থেকে বিভিন্ন দেশের টিকিটের দাম ২০২৪
যে কোন দেশে আপনার গন্তব্যস্থান হতে পারে। তবে গন্তব্যস্থান অনুযায়ী আপনি নিজে নিজেই এই এয়ারলাইন্স এর অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করে সকল গন্তব্য স্থানের টিকিটের দাম জেনে নিতে পারেন।
এর জন্য আপনাকে এই (https://www.biman-airlines.com/) ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। নিচে উল্লেখ করা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কয়েকটি যাতায়াতের স্থান অনুযায়ী টিকিটের দাম আপনার জন্য গুরুত্বপূর্ণ হতে পারে।
যাতায়াতের স্থান | বিমান টিকিটের দাম |
ঢাকা থেকে সিঙ্গাপুর | ৯৭ হাজার ৮০৫ টাকা। (বিজনেস ক্লাস) |
ঢাকা থেকে জেদ্দা | ৭৯ হাজার ৭৮২ টাকা। (economy) |
ঢাকা থেকে দাম্মাম | ৫১ হাজার ১৭০ টাকা। (economy) |
ঢাকা থেকে সৌদি আরব | ৫৬ হাজার টাকা। (economy) |
ঢাকা থেকে লন্ডন | ৭২ হাজার ৩৩৪ টাকা। (economy) |
ঢাকা থেকে কলকাতা | ৮৬০৮ টাকা। (economy) |
বাংলাদেশ থেকে আন্তর্জাতিক বিভিন্ন দেশে বহু নাগরিক প্রতিদিন এবং প্রতিনিয়ত নির্দিষ্ট ফ্লাইট নিয়ে চলাচল করে থাকে। এর মধ্যে অন্যতম এবং জনপ্রিয় বিমান সংস্থা হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। তবে বিমানের দাম প্রতিনিয়ত পরিবর্তন হয়।
বিশেষ করে যাত্রার স্থান, এবং বিমানের ক্যাটাগরি এবং বিশেষ দিন উপলক্ষে। তবে বেশিরভাগই যাত্রী ইকোনমি ক্যাটাগরি টিকিট ক্রয় করে থাকেন। মোটকথা ভ্রমণের পূর্বে অবশ্যই সঠিকভাবে যাচাই বাছাই করে টিকিট বুকিং করবেন। ধন্যবাদ
আরও দেখুনঃ
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ঢাকা টু রিয়াদ টিকেট প্রাইস ২০২৪
পিক বাংলা ডট কম হলো বিভিন্ন ধরনের ছবি সংগ্রহের ওয়েবসাইট। এখানে আমরা বিভিন্ন মাদ্ধম থেকে সংগ্রহকৃত সুন্দর সুন্দর এইচডি ছবি শেয়ার করে থাকি।