১০০ ওয়াট সোলার প্যানেলের দাম ২০২৪

সোলার প্যানেল সিস্টেম এমন একটি বিদ্যুৎ উৎপাদনকারী ব্যবস্থা যার প্রভাব কখনো শেষ হয় না। সোলার প্যানেল বিভিন্ন আকারের হয়ে থাকে। ছোট ও মাজারি পরিবারের জন্য ১০০ ওয়াট সোলার প্যানেল যথেষ্ট। ১০০ ওয়াট সোলার প্যানেলের দাম পূর্বের তুলনায় কিছুটা বৃদ্ধি পেয়েছে।

বাংলাদেশে বিদ্যুৎ উৎপাদন খুবই সীমিত। যার ফলে গ্রীষ্মকালের প্রচন্ড রোদের প্রকোপ বেড়ে গেলে লোডশেডিং গুরুতর ভাবে প্রভাব বিস্তার করে। এ সময় সকলের নিকট প্রচন্ড গরমে লোডশেডিং থেকে মুক্তির একমাত্র সমাধান হয়ে ওঠে সোলার প্যানেল।

সূর্য থেকে তাপ গ্রহণ করে তাপ শক্তিকে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তর করাই সোলার প্যানেলের কাজ। উক্ত বিদ্যুৎ শক্তি ব্যাটারিতে সংরক্ষণ করে প্রয়োজন অনুযায়ী ব্যবহার করা যায়। ইচ্ছামত ব্যবহারের এই সুবিধা থাকার কারণে সোলার প্যানেল সিস্টেম বর্তমানে সকলের নিকট অধিক জনপ্রিয় হয়ে উঠেছে।

১০০ ওয়াট সোলার প্যানেলের দাম কত

সোলার প্যানেল সিস্টেমকে রূপান্তরকারী সিস্টেমও বলা হয়। কেননা এর প্রধান কাজ তাপ কে বিদ্যুতে রূপান্তর করা। সোলার প্যানেল ব্যবহার করে আমাদের নিত্যদিনের প্রয়োজনীয় বিদ্যুতের চাহিদা পূরণ করা সম্ভব। সোলার প্যানেল সূর্যের তাপ না থাকলে ও সূর্যের আলো থেকে ব্যাটারি কিছু পরিমাণ হলেও চার্জ করার ক্ষমতা রাখে।

যার ফলে লোডশেডিং এর সময় বিদ্যুৎ নিয়ে কোন দুশ্চিন্তা করতে হয় না। বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল অর্থাৎ গ্রামে লোডশেডিং এর প্রভাব সব থেকে বেশি লক্ষ্য করা যায়। গ্রামের অনেকেই লোডশেডিং এ অতিষ্ঠ হয়ে সোলার প্যানেল ব্যবহার করছে আবার অনেকেই সোলার প্যানেল কেনার পরিকল্পনা করছে।

গ্রামের বিভিন্ন দোকানে পাইকারি ও খুস্রদামে সোলার প্যানেল বিক্রি করা হয়ে থাকে। বর্তমানে ১০০ ওয়াট সোলার প্যানেলের দাম ৪৪০০ টাকা থেকে ৫৭০০ টাকা পর্যন্ত হয়ে থাকে। তবে পরিচিত দোকান থেকে কম দামে অর্থাৎ ৪২০০ টাকা থেকে ৫৪০০ টাকায় সোলার প্যানেল ক্রয় করতে পারবেন।

বাংলাদেশে সোলার প্যানেলের দাম কত

বাংলাদেশে বর্তমানে অসংখ্য মানুষ সোলার ব্যবহারের দিকে ঝুঁকছে। বাংলাদেশের বিভিন্ন কোম্পানি গ্রাহকের চাহিদা অনুযায়ী বিভিন্ন ক্যাপাসিটির সোলার প্যানেল তৈরি করে বাজারজাত করছে। কোম্পানি অনুযায়ী সোলার প্যানেলের বাজার দর ভিন্ন ভিন্ন হয়ে থাকে।

এছাড়া বিভিন্ন সময় পরিবেশ ও পরিস্থিতির উপর ভিত্তি করে কোম্পানিগুলো তাদের সোলার প্যানেলের দাম কম বেশি করে থাকে। তবে শীতকালের তুলনায় গরমকালে সোলার প্যানেলের দাম অত্যাধিক বেড়ে যায়। কোম্পানি অনুযায়ী ১০০ ওয়াট সোলার প্যানেলের দাম আনুমানিক প্রায় ৩ হাজার টাকা থেকে ৬ হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে।

সুপার স্টার কোম্পানির ১০০ ওয়াট সোলার প্যানেলের দাম

ইলেকট্রিক পণ্য উৎপাদনকারী বাংলাদেশী কোম্পানি গুলোর মধ্যে সব থেকে বড় এবং নির্ভরযোগ্য কোম্পানি হলো সুপার স্টার কোম্পানি। সুপার স্টার কোম্পানি বৈদ্যুতিক ফ্যান ও বাল্ব সহ বৈদ্যুতিক পণ্যের পাশাপাশি সোলার প্যানেল ও সোলার ফ্যান লাইট উৎপাদন করে থাকে। ইলেকট্রিক পণ্য খাঁতে সুপার স্টার কোম্পানি প্রথম সারিতে রয়েছে।
সুপারস্টার এমন একটি ব্র্যান্ড যার পণ্য সহজেই পাওয়া যায়। বাংলাদেশের সকল ইলেকট্রনিক্স পণ্যের দোকান গুলো থেকে সহজেই সুপার স্টার কোম্পানির সোলার প্যানেল সংগ্রহ করতে পারবেন। বর্তমানে সুপার স্টার কোম্পানির ১০০ ওয়ার্ড সোলার প্যানেলের দাম ন্যূনতম প্রায় ৪৭০০ টাকা থেকে ৫১০০ টাকা পর্যন্ত হয়ে থাকে।

রহিম আফরোজ কোম্পানির ১০০ ওয়াট সোলার প্যানেল এর দাম

ব্যাটারি ও ইলেকট্রনিক্স পণ্য উৎপাদনকারী কোম্পানি গুলোর মধ্যে রহিম আফরোজ কোম্পানি অন্যতম। সোলার প্যানেলের প্রধান উপাদান হলো সোলার সেল যা সূর্য়ের আলো থেকে বিদ্যূৎ শক্তি উৎপাদন করতে পারে। রহিম আফরোজ কোম্পানি গ্রাহকের চাহিদা অনুযায়ী বিভিন্ন সাইজের সোলার প্যানেল তৈরি করে থাকে। সোলার প্যানেলের সাইজ অনুযায়ী রহিম আফরোজ কোম্পানি সোলারের দাম নির্ধারণ করে থাকে।

সাধারণত ওয়াট হিসাবে সোলার প্যানেলের দাম ধরা হয়। যেমন রহিম আফরোজ কোম্পানির প্রতি ওয়াট সোলার প্যানেলের মূল্য ৪৩ টাকা থেকে ৫৬ টাকা পর্যন্ত হয়ে থাকে। প্রতি ওয়াট হিসাবে রহিম আফরোজ কোম্পানির ১০০ ওয়াট সোলার প্যানেলের দাম দাঁড়ায় ৪৩০০ টাকা থেকে শুরু করে ৫৬০০ টাকা।

ছোট সোলার প্যানেলের দাম কত ২০২৪

সরাসরি সূর্যের আলো থেকে ছোলার প্যানেল নবায়নযোগ্য বিদ্যুৎ শক্তি উৎপাদন করতে পারে। এই বিদ্যুৎ আমরা যে কোনো সময় সরাসরি ইলেকট্রনিক্স যন্ত্র পরিচালনার কাজে ব্যবহার করতে পারি। যে সোলার প্যানেল বড় ও ব্যাটারি ক্যাপাসিটি বেশি হবে তার বিদ্যুৎ তৈরীর ও সংরক্ষণ করার ক্ষমতা বেশি হবে।

তবে বাংলাদেশ অসংখ্য একক ছোট পরিবার রয়েছে। এই পরিবার গুলোতে কয়েকটি বাল্ব কয়েকটি ফ্যান ছাড়া তেমন কোনো ইলেকট্রনিক্স যন্ত্র থাকে না। এই কয়েকটি বাল্ব ও কয়েকটি ফ্যান চালানোর জন্য ছোট সোলার প্যানেল যথেষ্ট। বাংলাদেশে বর্তমানে ছোট সোলার প্যানেলের দাম আনুমানিক প্রায় ১৭০০ টাকা থেকে শুরু করে ২২০০ টাকা পর্যন্ত হয়ে থাকে।

কোন সোলার প্যানেল ভালো

সোলার প্যানেল বিভিন্ন ক্যাটাগরির ও বিভিন্ন ধরনের হয়ে থাকে। হরেক রকম সোলার প্যানেলের মধ্যে থেকে সঠিক সোলার প্যানেল নির্বাচন করা বেশ কঠিন। ভালো মানের সোলার প্যানেল না হলে তা বেশিদিন টেকসই হয় না। সোলার প্যানেল কিনার আগে অবশ্যই ব্যাটারি ভালো ভাবে চেক করতে হবে।

ব্যাটারি ভালো না হলে তা অল্প দিন ব্যবহার করার পর ফুলে যায় এবং ব্যাটারি তার কার্যক্ষমতা হারায়। তাই অধিক টেকসই ও রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে এমন সোলার প্যানেল ক্রয় করতে হবে। বাংলাদেশের বিভিন্ন কোম্পানি ২ বছর থেকে ৩ বছর পর্যন্ত রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিয়ে সোলার প্যানেল বিক্রয় করে থাকে। রিপ্লেসমেন্ট গ্যারান্টি সোলার প্যানেল ব্যবহারের নিশ্চয়তা ও নির্ভরযোগ্যতা প্রমাণ করে।

১০০ ওয়াট সোলার প্যানেলের মডেল ও দাম ২০২৪

বাংলাদেশে বিভিন্ন মডেলের সোলার প্যানেল দেখতে পাওয়া যায়। সোলার প্যানেলের দাম সাধারণত এর উৎপাদনকৃত শক্তির পরিমাণ ও প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধের ক্ষমতা এবং সোলার প্যানেলের গুণগত মানের উপর নির্ভর করে। তবে কোম্পানী ও মডেলের উপর সোলার প্যানেলের দাম অনেকটাই প্রভাব ফেলে। নিচে কিছু মডেলের ১০০ ওয়াট সোলার প্যানেলের দাম উল্লেখ করা হলো।

  • মডেলঃ Sunshine 100-Watt Half Cut Solar Panel – মূল্য – ৩,৯৯০ টাকা।
  • মডেলঃ EZVIZ Solar Recharging Panel – মূল্য – ২,৯০০ টাকা।
  • মডেলঃ Longi 550W Solar Power – মূল্য – ১৭,৬০০ টাকা।
  • মডেলঃ Jinko Tiger Pro 550-Watt Mono-Facial Solar Panel – মূল্য – ২৭,৫০০ টাকা।
  • মডেলঃ JA 550W Solar Panel – মূল্য – ১৭,৬৫০ টাকা।

শেষ কথা

গরমকালে ১০০ ওয়াট সোলার প্যানেলের চাহিদা বৃদ্ধির সাথে সাথে ১০০ ওয়াট সোলার প্যানেলের দাম ও অনেকাংশে বৃদ্ধি পায়। সোলার প্যানেল নরমাল ও প্রিমিয়াম দুই কোয়ালিটির হয়। বাজারে অনেক অসাধু ব্যবসায়ী নরমাল সোলার প্যানেল কে প্রিমিয়াম সোলার প্যানেল বলে অধিক দামে বিক্রি করে গ্রাহককে ঠকিয়ে থাকে। তাই বিশ্বস্ত ও নির্ভরযোগ্য দোকান বা প্রতিষ্ঠান থেকে সোলার প্যানেল ক্রয় করতে হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top