আধুনিক প্রযুক্তির এক অনন্য উদাহরণ ওয়াটার পাম্প। টিউবয়েল চেপে পানি উত্তোলন করা ছোট ও বৃদ্ধ ব্যাক্তিদের জন্য অসম্ভব হয়ে পড়ে। তবে ছোট ও বৃদ্ধদের এই অসম্ভব কাজকে আধুনিক ওয়াটার পাম্প অনেকটাই সহজ করে দিয়েছে। বর্তমানে বিদ্যুতের সাহায্যে খুব অল্প সময়ে মোটর দ্বারা প্রয়োজন অনুযায়ী পানি উত্তোলন করা সম্ভব হচ্ছে।
বাংলাদেশের সকল বাসা বাড়িতে মাটির নিচ থেকে পানি তোলার কাজে ওয়াটার পাম্প অধিক পরিমাণে ব্যবহার করা হচ্ছে। এছাড়া গ্রাম অঞ্চলে ফসলি জমিতে জল সরবরাহের কাজে হর হামেশাই ওয়াটার পাম্প এর ব্যবহার চোখে পড়ে। গ্রাম অঞ্চলে ফসলি জমিতে পানি দিতে আর এফ এল কোম্পানি স্ট্যান্ডার্ড সাইজের ওয়াটার পাম্প তৈরি করে থাকে।
বর্তমানে খুব অল্প টাকায় ওয়াটার পাম্প ক্রয় করা যায়। যেমন মাইক্রো ওয়াটার পাম্প গুলোর ৫০০ টাকা থেকে শুরু করে ৯০০ টাকার মধ্যে পাওয়া যায়। এই ওয়াটার পাম্প গুলো সাধারণত একুরিয়ামে ব্যবহার করা হয়। তবে বর্তমানে দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে অন্যান্য পাম্পের তুলনায় আর এফ এল ১ ঘোড়া পাম্পের দাম কিছুটা বৃদ্ধি পেয়েছে।
আর এফ এল ১ ঘোড়া পাম্পের দাম কত
বসত বাড়িতে পানি উত্তোলনের কাজে যে সকল ওয়াটার পাম্পের ব্যবহার দেখা যায় তার মধ্যে ১ ঘোড়া ওয়াটার পাম্প সব থেকে বেশি ব্যবহার করা হয়। এছাড়াও ওয়াটার পাম্প ব্যবহার করে বিভিন্ন ধরনের কাজ করা যায়। ১ ঘোরা ওয়াটার পাম্প মাঝারি আকারের হওয়ায় সহজে স্থানান্তরিত করা যায়।
বর্তমান বাংলাদেশে অসংখ্য কোম্পানি ১ ঘোড়া আকারের মোটর দ্বারা ওয়াটার পাম্প তৈরি করে বাজারজাত করছে। তবে এই সকল কোম্পানির মধ্যে আর এফ এল কোম্পানি সকলের পছন্দের শীর্ষে রয়েছে। আর এফ এল কোম্পানি অত্যন্ত উন্নত প্রযুক্তি দ্বারা তাদের মোটরগুলো প্রস্তুত করে থাকে।
বর্তমানে আর এফ এল ১ ঘোড়া পাম্পের দাম আনুমানিক সর্বনিম্ন প্রায় ৯,০৮০ টাকা থেকে ৯,৫৫০ টাকা পর্যন্ত হতে পারে। তবে ভালো মানের ১ ঘোড়া ওয়াটার পাম্প কিনতে হলে আপনার বাজেট আনুমানিক ১২ হাজার টাকা রাখতে হবে। তবে পাইকারি দামে মোটর ক্রয় করলে এর দাম অনেকাংশে কম পাওয়া যাবে।
আর এফ এল ওয়াটার পাম্প এর দাম ২০২৪
বর্তমান বাংলাদেশে প্রয়োজন অনুসারে অসংখ্য কোম্পানির ছোট বড় সব ধরনের ওয়াটার পাম্পের ব্যবহার দেখা যায়। তবে বাংলাদেশে বহুল ব্যবহারকৃত ওয়াটার পাম্প গুলোর মধ্যে আর এফ এল কোম্পানির ওয়াটার পাম্প সবথেকে বেশি উন্নত হয়ে থাকে। এছাড়া আরএফএল কোম্পানি আধুনিক প্রযুক্তি দ্বারা তাদের সকল পণ্য উৎপাদন করে থাকে।
বর্তমানে আরএফএল কোম্পানির সব থেকে ছোট ওয়াটার পাম্প কিনতে আনুমানিক প্রায় ২,২৫০ টাকা থেকে ২,৩২০ টাকা পর্যন্ত খরচ হয়। অপর দিকে আরএফএল কোম্পানির বড় ওয়াটার পাম্প গুলো কিনতে আনুমানিক প্রায় ২৯ হাজার টাকা থেকে ৪০ হাজার টাকা পর্যন্ত খরচ হতে পারে। মোটরের ক্যাপাসিটি অনুযায়ী এর দাম কম বেশি হয়ে থাকে।
আর এফ এল হাফ ঘোড়া পাম্পের দাম কত
বর্তমানে আরএফএল হাফ ঘোড়া ওয়াটার পাম্প ভিন্নভাবে বাজারে এসেছে। পামটি ব্যবহার করে সহজেই একতলা বাড়ির ছাদেপানি উঠবে নিশ্চিন্তে। হাফ ঘোড়া পাম্প ব্যবহার করে যদি রিজার্ভ ট্যাংক থেকে পানি উঠানো হয় তাহলে দুই তলা বাড়ির ছাদ পর্যন্ত পানি উঠানো যাবে।
বর্তমানে আরএফএল কোম্পানির হাফ ঘোড়া ওয়াটার পাম্প কিনতে আনুমানিক সর্বনিম্ন প্রায় ৪,৪২০ টাকা থেকে শুরু করে ৭,০৫০ টাকা পর্যন্ত খরচ হয়। অপরদিকে ভালো মানের হাফ ঘোড়া ওয়াটার পাম্প কিনতে ১০ হাজার টাকা পর্যন্ত খরচ হতে পারে। তবে পরিচিত দোকান থেকে ক্রয় করলে ডিসকাউন্টে অল্প দামে হাফ ঘোড়া মোটরের পাম্প ক্রয় করা যায়।
বাংলাদেশে ওয়াটার পাম্প এর দাম কত?
একসময়ের বাংলাদেশের আনাচে-কানাচে কুয়ার পানি খাওয়ার প্রচলন ছিল। যা পরবর্তী সময়ে টিউবওয়েল অর্থাৎ নলকূপে পরিণত হয়েছে এবং বর্তমান সময়ে টিউবয়েল থেকে মোটর অর্থাৎ ওয়াটার পাম্পে রূপান্তরিত হচ্ছে। ওয়াটার পাম্প ব্যবহার করে পানি তোলা সব থেকে সহজ পদ্ধতি। একটি সুইচ অন করার মাধ্যমে শত শত লিটার পানি উত্তোলন করা সম্ভব। বাংলাদেশে ওয়াটার পাম্প বর্তমানে প্রতি ঘরে ঘরে দেখা যাচ্ছে।
বাংলাদেশে বিভিন্ন কোম্পানি ওয়াটার পাম্প তৈরি করে বাজারজাত করছে। কোম্পানি অনুযায়ী এ সকল ওয়াটার পাম্পের দাম ভিন্ন ভিন্ন হয়ে থাকে। বাংলাদেশ ওয়াটার পাম্প কিনতে হলে সর্বনিম্ন প্রায় ৩ হাজার টাকা থেকে শুরু করে ৭ হাজার টাকা পর্যন্ত খরচ হয়। তবে কোম্পানি ও মোটরের ক্যাপাসিটির উপর ভিত্তি করে এক একটি ওয়াটার পাম্পের দাম ২৭ হাজার টাকা থেকে ৩৬ হাজার টাকা পর্যন্ত হতে পারে।
আর এফ এল সাবমারসিবল পাম্প এর দাম
অন্যান্য ওয়াটার পাম্প সহজে স্থানান্তরিত করা না গেলেও সাবমারসিবল ওয়াটার পাম্পের ক্ষেত্রে সহজেই এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর করার সুবিধা রয়েছে। সাবমারসিবল পাম্প গুলো আধুনিক প্রযুক্তি দ্বারা প্রস্তুত করা হয় এবং সাবমারসিবল পাম্পের মধ্যে অন্যান্য সকল পাম্পের তুলনায় কিছু ভিন্নতা দেখা যায়। সাবমারসিবল পাম্প গুলো ২” থেকে শুরু করে ১০” আকারের পর্যন্ত হয়ে থাকে।
আরএফএল সাবমারসিবল পাম্প দ্বারা খুব সহজে পানি উত্তোলন করা যায়। বর্তমানে আরএফএল কোম্পানির ছোট এবং মাজারি আকারের সাবমারসিবল ওয়াটার পাম্প কিনতে আনুমানিক প্রায় ৫ হাজার টাকা থেকে ১১ হাজার টাকা পর্যন্ত খরচ হয়। অপরদিকে আরএফএল কোম্পানির বড় আকারের সাবমারসিবল পাম্পের দাম ন্যূনতম ৩০ হাজার টাকা অথবা এর অধিক হয়ে থাকে।
মিনি ওয়াটার পাম্প প্রাইস ইন বাংলাদেশ
অন্যান্য ওয়াটার পাম্প গুলো আকারে বড় হওয়ায় প্রচুর পরিমাণে বিদ্যুৎ খরচ হয়ে থাকে। বিদ্যুৎ খরচের দিক থেকে মিনি ওয়াটার পাম্প আকারে ছোট। যার পরিপ্রেক্ষিতে মিনি ওয়াটার পাম্প দ্বারা পানি উত্তোলন করতে বিদ্যুৎ খরচ কম হওয়ায় বর্তমানে এটি অনেক বেশি জনপ্রিয়তা অর্জন করেছে। ইলেকট্রনিক পণ্যের দোকানে বিভিন্ন ধরনের মিনি ওয়াটার পাম্প কিনতে পাওয়া যায়।
মিনি ওয়াটার পাম্প গুলো অধিকাংশ ক্ষেত্রে গাড়ি অথবা গাড়ির চাকা পরিষ্কারের কাজে বেশি ব্যবহার করা হয়। বর্তমানে ৫০০ টাকা থেকে ৭০০ টাকায় মিনি ওয়াটার পাম্প কিনতে পাওয়া যায়। অপরদিকে ভালো মানের মিনি ওয়াটার পাম্প কিনতে হলে আনুমানিক প্রায় ১২০০ টাকা থেকে ১৫০০ টাকা পর্যন্ত খরচ করতে হবে।
শেষ কথা
বর্তমানে আর এফ এল পাম্প বিদ্যুৎ দ্বারা পরিচালিত সব থেকে শক্তিশালী মোটর দ্বারা তৈরিকৃত ওয়াটার পাম্প। এর পানি উত্তলোন ক্ষমতা অন্যান্য পাম্পের তুলনায় অধিক হয়ে থাকে। বর্তমানে অনেক কম দামে আর এফ এল ওয়াটার পাম্প পাওয়া যায়। তবে আর এফ এল ১ ঘোড়া পাম্পের দাম পুর্বের তুলনায় অনেকটা বৃদ্ধি পেয়েছে।
পিক বাংলা ডট কম হলো বিভিন্ন ধরনের ছবি সংগ্রহের ওয়েবসাইট। এখানে আমরা বিভিন্ন মাদ্ধম থেকে সংগ্রহকৃত সুন্দর সুন্দর এইচডি ছবি শেয়ার করে থাকি।