ডায়াবেটিস মাপার মেশিনের দাম কত ২০২৪

বর্তমানে অন্যান্য রোগের তুলনায় ডায়াবেটিস রোগের মাত্রা তুলনামূলক বৃদ্ধি পেয়েছে। ডায়াবেটিস সম্পূর্ণরূপে নিরাময়যোগ্য অসুখ নয়। তবে নিয়মকানুন মেনে চললে ডায়াবেটিস অনেকটাই নিয়ন্ত্রণে থাকে। ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখার জন্য বেশ কিছু ব্যায়াম ও খাদ্য অভ্যাস মেনে চলতে হয়।

ডায়াবেটিসের মাত্রা বেশি থাকলে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। যার ফলে অন্য কোন অসুখ হলে তা দ্রুত সেরে ওঠে না। তাই প্রতিনিয়ত সঠিক নিয়মে শরীরে গ্লুকোজের মাত্রা পরিমাপ করতে হয়। শরীরের গ্লুকোজের মাত্রা বেশি হলে প্রয়োজনে বিভিন্ন ওষুধ প্রয়োগ করে পরিমিত করতে হয়।

বর্তমানে ডায়াবেটিস নির্ণয় করার জন্য সব থেকে সহজ এবং নির্ভরযোগ্য উপায় হচ্ছে গ্লুকোজ মিটার বা ডায়াবেটিস মাপার মেশিন। গ্লুকোজ মিটারের সাহায্যে সহজে এবং অল্প সময়ে ডায়াবেটিসের মাত্রা নির্ণয় করা সম্ভব। বর্তমানে ডায়াবেটিস মাপার মেশিনের দাম পূর্বের তুলনায় কিছুটা বৃদ্ধি পেয়েছে।

ডায়াবেটিস মাপার মেশিনের দাম কত

ইনসুলিন মানব শরীরের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপাদান। যা আমাদের র*ক্তের শর্করা বা গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণ করে থাকে। তবে অনেক সময় আমাদের মানব শরীর নিজে থেকে ইনসুলিন তৈরি করতে পারে না বা তৈরি হওয়া ইনসুলিন কার্যকর ভাবে ব্যবহার করতে পারে না। মানব শরীরের এ অবস্থা বা এই সমস্যাকে মূলত ডায়াবেটিস বলা হয়।

ডায়াবেটিস মূলত দুই ধরনের হয়ে থাকে একটি টাইপ ওয়ান ডায়াবেটিস এবং অপরটি টাইপ টু ডায়াবেটিস। টাইপ ওয়ান ডায়াবেটিসের ক্ষেত্রে মানব শরীর আংশিক কিছু ইনসুলিন তৈরি করতে পারে। এক্ষেত্রে নিয়ম মেনে চললে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা যায়। তবে টাইপ টু ডায়াবেটিসের ক্ষেত্রে মানব শরীরে একেবারেই ইনসুলিন তৈরি করতে পারে না।

এ ক্ষেত্রে বাহির থেকে ইঞ্জেকশনের মাধ্যমে ইনসুলিন শরীরের প্রবেশ করাতে হয়। তবে কখন ইনসুলিন ইনজেক্ট করতে হবে তা বোঝার জন্য নিয়মিত র*ক্তে গ্লুকোজের মাত্রা পরিমাপ করতে হবে। যার জন্য প্রয়োজন গ্লুকোজ মিটার। বাজারে বিভিন্ন মডেলের গ্লুকোজ মিটার পাওয়া যায়। বর্তমানে গ্লুকোজ মিটার অর্থাৎ ডায়াবেটিস মাপার মেশিনের দাম সর্বনিম্ন প্রায় ৬০০ টাকা থেকে সর্বোচ্চ প্রায় ৩ থেকে ৫ হাজার টাকা পর্যন্ত হতে পারে।

Bioland G-425 মডেলের ডায়াবেটিস মাপার মেশিন দাম কত

ডায়াবেটিস হল শরীরের এমন একটি গুরুতর অবস্থা, যখন আমাদের মানব শরীরের র*ক্তে থাকা শর্করা বা গ্লুকোজের মাত্রা স্বাভাবিকের চেয়ে কম অথবা বেশি হয়। বর্তমান বাজারে পাওয়া গ্লুকোজ মিটারগুলো উন্নত প্রযুক্তি দ্বারা তৈরি করা হয়। যার ফলে নির্ভুল ভাবে অল্প সময়ে র*ক্তের গ্লুকোজ এর মাত্রা নির্ণয় করা যায়।

অতঃপর গ্লুকোজ মিটার দিয়ে ডায়াবেটিসের মাত্রা পরিমাপ করে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা যায়। বর্তমান সময়ে পাওয়া গ্লুকোজ মিটার গুলোর মধ্যে Bioland G-425 মডেলের গ্লুকোজ মিটারটি বেশ জনপ্রিয়তা অর্জন করেছে। বর্তমানে Bioland G-425 মডেলের এই ডায়াবেটিস মাপার মেশিনের দাম ন্যূনতম ৯৯০ টাকা থেকে ১১০০ টাকার মধ্যে হয়ে থাকে।

Uright T-D-4267 মডেলের ডায়াবেটিস মাপার মেশিন এর দাম কত

যাদের ডায়াবেটিস আছে তারা যখন স্বাভাবিক নিয়মের বাহিরে চলে তখন তাদের শরীরে গ্লুকোজের পরিমান অনিয়ন্ত্রিত হয়ে পরে। এসময় শরীরের সুগারের পরিমান জানার জন্য প্রয়োজন একটি গ্লুকোমিটার। এছাড়া বর্তমানে ডায়াবেটিসের রোগীর সংখ্যা এতটাই বৃদ্ধি পেয়েছে যে আমাদের প্রত্যেকের ঘরেই একটি করে ডায়াবেটিস মাপার মেশিন প্রয়োজন হয়।

বর্তমানে সব থেকে সহজলভ্য ও উন্নত মানের ডায়াবেটিস মাপার মেশিনগুলোর মধ্যে Uright T-D-4267 মডেলের গ্লুকোজ মিটার একটি। Uright T-D-4267 গ্লুকোজ মিটারটি আইএসসি সনদ প্রাপ্ত অর্থাৎ বাংলাদেশ প্রশাসন কর্তৃক অনুমোদিত।বর্তমানে Uright T-D-4267 মডেলের ডায়াবেটিস মাপার মেশিনের দাম সর্বনিম্ন প্রায় ৬৯০ টাকা থেকে ৮৯০ টাকা পর্যন্ত হতে পারে।

Accu-Chek Instant S মডেলের ডায়াবেটিস মাপার মেশিন এর দাম কত

অনেকের ক্ষেত্রে ডায়াবেটিসের সমস্যা এত বেশি বেড়ে যায় দিনে কয়েকবার গ্লুকোজ পরীক্ষা করতে হয়। যার ফলশ্রুতিতে দ্রুত গ্লুকোজ পরীক্ষা করার সুবিধা সম্পন্ন গ্লুকোজ মিটার কিনতে হবে। এক্ষেত্রে Accu-Chek Instant S মডেলের গ্লুকোজ মিটারটি এক ধাপ এগিয়ে রয়েছে।

বর্তমানে Accu-Chek Instant S মডেলের ডায়াবেটিস মাপার মেশিনের দাম ২৭৯৯ টাকা থেকে ২৮৭০ টাকা পর্যন্ত হয়ে থাকে। তবে বিভিন্ন সময় কোম্পানি অফার প্রাইজে অনেক কম দামে মেশিনটি বিক্রয় করে থাকে। অফার প্রাইজে একটি গ্লুকোজ মিটারের দাম আনুমানিক প্রায় ২৫০০ টাকা থেকে ২৫৫০ টাকা পর্যন্ত হয়ে থাকে।

ডিজিটাল ডায়াবেটিস মাপার মেশিন এর দাম কত

বর্তমানে প্রযুক্তি অনেক উন্নত হয়েছে এবং আমরা প্রযুক্তি নির্ভর ডিজিটাল বাংলাদেশে বসবাস করছি। সময়ের এবং প্রযুক্তির সাথে তাল মিলিয়ে গ্লুকোজ মিটার অনেকটাই আপডেট হয়েছে। বর্তমানে ডিজিটাল ডায়াবেটিস মাপার মেশিন দিয়ে ডিজিটাল ভাবে ডায়াবেটিস মাপা যায়।

ডিজিটাল ডায়াবেটিস মাপার মেশিন কিনতে আনুমানিক সর্বনিম্ন প্রায় ৮০০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ প্রায় ৩২০০ টাকা পর্যন্ত হয়ে থাকে। তবে অনেক খুচরো দোকানে অল্প টাকায় অফার প্রাইজে ডিজিটাল ডায়াবেটিস মাপার মেশিন বিক্রয় করা হয়ে থাকে। ওভারপ্রাইজে ডিজিটাল ডায়াবেটিস মাপার মেশিনের দাম প্রায় ৭০০ টাকা থেকে ১৩০০ টাকা হয়ে থাকে।

ডায়াবেটিস মাপার মেশিন কিভাবে ব্যবহার করতে হয়

প্রযুক্তি উন্নত হওয়ায় মাত্র কয়েক মিনিটের মধ্যে ঘরে বসে গ্লুকোজ মিটার দ্বারা র*ক্তের গ্লুকোজের পরিমাণ নির্ণয় করা যায়। তবে গ্লুকোজ মিটার বা ডায়াবেটিস মাপার মেশিন ব্যবহার করার কিছু নিয়ম নীতি রয়েছে। এ সকল নিয়ম কানুন না মেনে ডায়াবেটিস পরীক্ষা করলে সঠিক রেজাল্ট পাওয়া যায় না।

র*ক্তের গ্লুকোজ পরিমাপ করার আগে সর্বপ্রথম আপনার হাত ভালো করে ধুয়ে শুকিয়ে নিন। অতঃপর ল্যান্সিং ডিভাইস ব্যবহার করে আপনার আঙ্গুল থেকে টেস্ট একটি ছোট্ট র*ক্তের নমুনা সংগ্রহ করুন এবং র*ক্তের নমুনাটি টেস্ট স্ট্রিপে লাগান।
অতঃপর টেস্ট স্ট্রিপটি মেশিনে ঢোকান এবং মেশিনের স্ক্রিনে গ্লুকোজের মাত্রা ভেসে ওঠা পর্যন্ত অপেক্ষা করুন। কিছু সময়ের মধ্যেই মেশিনটি আপনার র*ক্তে থাকা গ্লুকোজের পরিমাণ পরিমাপ করে জানিয়ে দিবে।

ডায়াবেটিস মাপার মেশিনে এর দাম ও মডেল ২০২৪

বর্তমানে অসংখ্য কোম্পানি ডায়াবেটিস মাপার মেশিন তৈরি করে বাজারজাত করে থাকে। এর মধ্যে একটি ভালো মডেলের এবং উন্নত মানের গ্লুকোজ মিটার আপনাকে বেছে নিতে হবে। গ্লুকোজ মিটারের মডেল ও ক্যাটাগরির উপর এর দাম নির্ভর করে। নিচে আপনাদের সুবিধার্থে কিছু ডায়াবেটিস মাপার মেশিনের দাম ও মডেল তুলে ধরা হলো।

  • মডেলঃ Bionime GM 700SB – মূল্য – ৬১৪ টাকা।
  • মডেলঃ NTI BGM-208 Blood Glucose Monitoring System – মূল্য – ৮৯৯ টাকা।
  • মডেলঃ On Call EZ II Blood Glucose Meter – মূল্য – ১৪৯০ টাকা।
  • মডেলঃ Getwell Fast Blood Sugar Check – মূল্য – ১৭৯৯ টাকা।
  • মডেলঃ Accu-Chek Active Blood Glucose Monitor – মূল্য – ৩৫০০ টাকা।

শেষ কথা

ডায়াবেটিস রোগীর সাথে পাল্লা দিয়ে ডায়াবেটিস মাপার মেশিনের দাম বৃদ্ধি পাচ্ছে। বর্তমানে অনলাইনে অনেক ওয়েবসাইট এবং ফেসবুক পেইজে অল্প টাকায় অফার প্রাইজে ডায়াবেটিস মাপার মেশিন বিক্রয় করা হয়ে থাকে। এই সকল ওয়েবসাইট ও পেজ থেকে ডায়াবেটিস মাপার মেশিন কেনার আগে সতর্ক থাকতে হবে এবং বিশ্বস্ত ও নির্ভরযোগ্য ওয়েবসাইট থেকে কেনার চেষ্টা করতে হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top