গর্ভবতী ভাতা কত টাকা ২০২৪

বাংলাদেশে অনেক দরিদ্র পরিবার রয়েছে, যাদের সঠিকভাবে সংসার চালাতে অনেক বেশি কষ্ট হয়। এমনকি এই দরিদ্র পরিবারের মায়েদের সন্তান ধারনের পর থেকে শিশুর অপুষ্টির হার অনেক অংশ বৃদ্ধি পায়। এজন্য একজন গর্ভবতী মায়ের ভরণপোষণের জন্য অনেক টাকার প্রয়োজন হয়ে থাকে।

দরিদ্র পরিবারের মায়েদের অভাবের কারণেই শিশুর পুষ্টির চাহিদা সঠিকভাবে পূরণ হয় না। আর একজন গর্ভবতী মায়ের সঠিক ভাবে ভরণপোষণ ও শিশুর পুষ্টির চাহিদা নিশ্চিত করতে বাংলাদেশ সরকার মাতৃত্বকালীন ভাতা প্রদান কর্মসূচি চালু করেছেন।

এ গর্ভবতী ভাতা ও মাতৃত্বকালীন ভাতার মধ্য দিয়ে শিশুর জন্মের পর পুষ্টির চাহিদা নিশ্চিত করতে ২ বছর এবং ৩ বছর পর্যন্ত ভাতা প্রদান করা হয়। এক্ষেত্রে অনেকেই জানতে চান কতদিন পর পর গর্ভবতী ভাতা কত টাকা প্রদান করা হয়। ঠিক তাদের জন্য আজকের আলোচনায় গর্ভবতী ভাতা ও শিশু ভাতা কত টাকা তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে।

গর্ভবতী ভাতা কত টাকা ২০২৪

একজন গর্ভবতী মহিলা প্রতি ছয় মাস পর পর ৪৮০০ টাকা করে ভাতা পেয়ে থাকেন। এক্ষেত্রে আপনি আবেদন করলে ঠিক এভাবেই প্রতি ছয় মাস পর ৪৮০০ টাকা করে দুই বছর অন্তর ১৯ হাজার ২০০ টাকা পাবেন। এবং যাদের দুটি সন্তান রয়েছে, তা ৩ বছর অর্থাৎ ৩৬ মাস পর্যন্ত মোট ২৮ হাজার ৮০০ টাকা গর্ভবতী ভাতা পাবেন।

তাই প্রকৃত অর্থে যারা গর্ভবতী ভাতা পাওয়ার যোগ্য, তারা অবশ্যই আপনার নিকটস্থ ইউনিয়ন পরিষদে উপস্থিত থেকে অথবা উপজেলা পরিষদে উপস্থিত থেকে গর্ভবতী ভাতা পাওয়ার জন্য আবেদন করুন এবং আবেদন ফরম জমা দিন। অর্থাৎ আপনার শিশুর সঠিক পুষ্টির চাহিদা নিশ্চিত করতে মাতৃত্বকালীন ভাতার জন্য আবেদন করুন।

দরিদ্র মায়েদের জন্য মাতৃত্বকাল ভাতা প্রদান কর্মসূচি ২০২৪

মাতৃত্বকালীন ভাতার জন্য অনলাইনে আবেদন প্রতি মাসে ১ থেকে ২০ তারিখের মধ্যে করতে হবে। এবং যথা অনুযায়ী আবেদন ফরম সংগ্রহ করে মাতৃকালীন মায়ের নাম বাংলা ও ইংরেজিতে লিখে পিতার নাম, মাতার নাম ও স্বামীর নাম লিখতে হবে। এছাড়া বেশ কিছু তথ্য সঠিকভাবে আবেদন ফরমে উল্লেখ করে নিকটস্থ ইউনিয়ন পরিষদে জমা দিতে হবে।

একটি সন্তান ধারণের দরিদ্র মায়েদের জন্য দুই বছর সময় ধরে মাতৃত্বকালীন ভাতা প্রদান করা হয়। এবং দুটি ও তিনটি সন্তান ধারণের তিন বছর পর্যন্ত সময় নিয়ে মাতৃত্বকালীন ভাতা প্রদান কর্মসূচি পালিত হয়। মাত্র তোকালীন ভাতা প্রদানের মধ্য দিয়ে গণপ্রজাতান্ত্রিক বাংলাদেশ সরকার গর্ভধারিত মায়েদের জন্য অনেক সুযোগ সুবিধা প্রদান করছেন।

অনলাইনে গর্ভবতী ভাতা কত টাকা

মাতৃত্বকালীন ভাতা পেতে হলে শর্তের মধ্যে ২০ থেকে ৩৫ বছর বয়স হতে হবে। এবং প্রথম বা দ্বিতীয় গর্ভধারিত হতে হবে। এছাড়া আরো একটি শর্ত হচ্ছে ভাতা ভোগী অবশ্যই গর্ভধারণের ৫ মাস বয়স হতে হবে। তাছাড়াও বেশ কিছু গর্ভবতী অতি ভাতা পাওয়ার শর্ত রয়েছে। অতএব প্রতি মাসে একজন গর্ভবতী মহিলা ৮০০ টাকা করে ভাতা পাবেন।

অর্থাৎ ভাতা আবেদন সম্পন্ন হওয়ার পর একটি সন্তান ধারনের জন্য ২৪ মাস পর্যন্ত ৬ মাস অন্তর ৪৮০০ টাকা করে ৪ বার পেয়ে থাকবেন। অর্থাৎ দুই বছরে মোট ১৯২০০ টাকা মাতৃত্বকালীন ভাতা পাবেন। এবং দুই জন সন্তানের ক্ষেত্রে মোট ৩৬ মাসে ২৮ হাজার ৮০০ টাকা মাতৃত্বকালীন ভাতা পাবেন। এছাড়াও মাতৃত্বকালীন ছাতা নিয়ে বিস্তারিত তথ্য জানতে নিচে প্রবেশ করুন।

মাতৃত্বকালীন ভাতা প্রদান কর্মসূচী ২০২৪

বাংলাদেশে অবস্থিত দরিদ্র নারীদের জন্য একটি সামাজিক নিরাপত্তা এবং মাতৃত্বকালীন সেবা যত্নের জন্য একটি প্রকল্প তৈরি করেছেন। বাংলাদেশের সকল অসহায় গরিব মায়েদের শিশু পুষ্টি চাহিদা ও গর্ভকালীন সেবা যত্নের বিষয়টি নিশ্চিত করছেন। আর বাংলাদেশ সরকার মাতৃত্বকালীন বা গর্ভকালীন ভাতা প্রদানের মধ্য দিয়ে ২০০৮ সাল থেকে কর্মসূচিটি বাস্তবায়ন করে আসছে।

আর এই মাতৃত্বকালীন ভাতা প্রদান কর্মসূচি টি একটি প্রকল্পের মাধ্যমে ইউনিয়ন পরিষদের মাধ্যমে প্রদান করা হয়। অর্থাৎ মাতৃত্বকালীন ভাতা প্রদান কর্মসূচি পালিত হয় প্রতি মাসে ৮০০ টাকা প্রদানের মধ্য দিয়ে। যা ছয় মাস অন্তর একজন গর্ব গতি মহিলা ৪৮০০ টাকা পেয়ে থাকেন। আর সন্তান ধারণের উপর ভিত্তি করে ভাতা প্রদান দুই বছর এবং তিন বছর পর্যন্ত স্থায়ী হয়ে থাকে।

মাতৃত্বকালীন ভাতা কিভাবে পাবো?

গর্ভবতী ভাতার জন্য অবশ্যই আপনাকে আবেদন করতে হবে। আবেদন করার জন্য আবেদন ফরম সবার পূর্বের সংগ্রহ করতে হবে। অতএব এখানে ক্লিক করে আবেদন ফরম টি সংগ্রহ করুন। অথবা আবেদন ফরমটি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবেন।

অতএব ফর্মটি পূরণ করার পর আপনার এলাকার ইউনিয়ন পরিষদের জমা দিতে হবে অথবা উপজেলা পরিষদে। যাতে আপনার মাতৃত্বকালীন ভাতার জন্য আবেদনকৃত আবেদন ফরমটি আবেদনপত্র যাচাই বাছাই করে মঞ্জুরী আদেশ দিতে পারেন। মোটকথা আপনার আবেদন ফরমে উল্লেখিত তথ্য সঠিক থাকলে আপনি মাতৃত্বকালীন ভাতা খুব সহজেই পেয়ে যাবেন।

গর্ভবতী ভাতার আবেদন ফরম ২০২৪

বাংলাদেশের সকল অসহায় দুস্থ, দরিদ্র মা ও মহিলাদের আর্থিকভাবে সহায়তা ও সামাজিক সুরক্ষা দেয়ার জন্য ২০০৭-০৮ অর্থবছর হতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মাতৃত্বকালীন ভাতা প্রদান কর্মসূচি গ্রহন করেছে। তবে বর্তমানে ডিজিটাল উপায়ে গর্ভবতী ভাতার জন্য আবেদন করা এবং গর্ভবতী ভাতা সংগ্রহ করা যায়।

অতএব গর্ভবতী ভাতা পাওয়ার পূর্বে সর্বপ্রথম একটি আবেদন ফরম আপনার নিকটস্থ ইউনিয়ন পরিষদ, উপজেলা কমিটি সদস্য সচিব ও সভাপতি অথবা চেয়ারম্যান এর কাছে জমা দিতে হবে। অতএব যে আবেদন ফরম পূরণ করতে হবে, সেই আবেদন ফরমটি এখান থেকে সংগ্রহ করুন। আবেদন ফরমটি হচ্ছেঃ(https://bdservicerules.info/wp-content/uploads/2022/02/Maternity-Allowance-form.pdf)

শেষ কথা

আশা করতেছি ইতিমধ্যে আজকের এই আলোচনা থেকে আপনারা খুবই গুরুত্বপূর্ণ একটি তথ্য জানতে পেরেছেন। আজকের আলোচনায় মাতৃত্বকালীন ভাতা অর্থাৎ গর্ভবতী ভাতা কত টাকা ২০২৪ এবং আবেদন ফরম সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। যদি এই পোস্ট আপনার কাছে উপকৃত মনে হয় তাহলে অন্যদের মাঝে শেয়ার করুন। ধন্যবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top