সৌদি আরব কোন ভিসা ভালো

সৌদি আরব বিশ্বের সব থেকে পবিত্র ও মর্যাদা সম্পন্ন দেশ। দেশটি মুসলিম বিশ্বের প্রাণকেন্দ্র। সৌদি আরবে প্রতিনিয়ত হজ্ব পালনের পাশাপাশি বিভিন্ন কাজের উদ্দেশ্যে অসংখ্য মানুষ গিয়ে থাকে। সৌদি আরব বিভিন্ন ক্যাটাগরির ভিসা নিয়ে যাওয়া যায়। সৌদি আরব কোন ভিসা ভালো হবে তা জানা থাকলে ভিসার ক্যাটাগরি নির্বাচনের ক্ষেত্রে অনেক সুবিধা পাওয়া যায়।

বর্তমানে সৌদি আরব সব থেকে ভালো ভিসার মধ্যে উল্লেখযোগ্য হল, সৌদি আরব আমেল আইদি ভিসা, ক্লিনার ভিসা, মাজরার ভিসা, সুপারমার্কেট ভিসা সহ চাওয়াক খাছ ভিসা এবং আমেল মঞ্জিল ভিসা ইত্যাদি। এই ভিসা গুলোর মধ্যে সৌদি আরব ক্লিনার ভিসা, মাজরার ভিসা ও আমল মঞ্জিল ভিসায় দক্ষতা ছাড়া কাজ পাওয়া যায়। তবে অন্য ভিসা গুলো নিয়ে সৌদি আরব গেলে দক্ষতার প্রমাণ দিতে হবে।

সৌদি আরব কোন ভিসা ভালো

বর্তমানে সৌদি আরবে যেমন অসংখ্য কাজের সুযোগ রয়েছে তেমনি অসংখ্য ক্যাটাগরির ভিসা রয়েছে। সঠিক ভিসা নিয়ে সৌদি আরব যেতে না পারলে প্রবাস জীবন অনেক কষ্টে পার করতে হয়। তাই দক্ষতা অনুযায়ী সৌদি আরব কোন ভিসা ভালো হবে তা নির্ধারণ করে নিতে হবে।

সৌদি আরব আমেল আইদি ভিসা

বর্তমানে সৌদি আরবের সব থেকে ভালো ভিসার মধ্যে আমেল আইদি প্রথমে রয়েছে। মূলত আমেল আইদি ভিসা বলতে মালিকাধীন কাজের ভিসাকে বোঝানো হয়। সৌদি আরব আমেল আইদি ভিসা পেতে মালিক পক্ষের অনুমতি পত্রের প্রয়োজন হয়। সৌদি আরব আমেল আইদি ভিসাতে মূলত উট চড়ানোর কাজ বেশি করানো হয়।

সৌদি আরব সুপার মার্কেট ভিসা

সুপার শপ অর্থাৎ সুপার মার্কেটে সেলসম্যান থেকে শুরু করে ম্যানেজার পদে চাকরি করা যায়। তবে সুপার মার্কেটে ম্যানেজার পদে চাকরি করতে অনেক দক্ষতার প্রয়োজন হবে। সৌদি আরব সুপার মার্কেটে চাকরি করে সর্বনিম্ন ৪০ হাজার টাকা থেকে সর্বোচ্চ ৮০ হাজার টাকা প্রতি মাসে ইনকাম করা যায়।

সৌদি আরব আমেল মঞ্জিল ভিসা

সব থেকে নিরাপদ এবং ঝুঁকি মুক্ত ভিসা গুলোর মধ্যে আমেল মঞ্জিল ভিসা অন্যতম। সৌদি আরব আমেল মঞ্জিল ভিসায় গেলে মূলত বসত বাড়ির বিভিন্ন কাজ দেওয়া হয়। সব সময় বাড়ির ভিতরে কাজ করায় রোদের তাপ ও ঝড় বৃষ্টিতে কষ্ট করতে হয় না।

সৌদি আরব ক্লিনার ভিসা

পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। সৌদি আরব মুসলিম দেশ হওয়ায় সৌদি সরকার দেশটিকে অনেক পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে। সৌদি আরব যোগ্যতা ছাড়া সরকারি এবং বেসরকারি পরিচ্ছন্ন কর্মী হিসেবে নিয়োগ পাওয়া যায়। সৌদি আরব ক্লিনার ভিসায় গেলে নূন্যতম ৫০ হাজার টাকা থেকে ৭০ হাজার টাকা পর্যন্ত প্রতি মাসে ইনকাম করা যায়।

সৌদি আরব মাজরার ভিসা

বিভিন্ন বাগানে কাজ করার জন্য মাজরার ভিসায় সৌদি আরব যেতে হয়। মাজরার ভিসায় সৌদি আরব গেলে অধিকাংশ ক্ষেত্রে খেজুর বাগানে কাজ দেওয়া হয়। সৌদি আরবের খেজুর বাগানে খেজুর গাছে পানি দেওয়া সহ বাগান পরিষ্কার করা ও খেজুর পরিপক্ষ হলে খেজুর হারভেস্ট করার কাজ করতে হয়।

সৌদি আরব চাওয়াক খাছ ভিসা

চাওয়াক খাছ ভিসা নিয়ে সৌদি আরব গেলে বিভিন্ন মালিকাধীন গাড়ির ড্রাইভার হিসেবে নিয়োগ পাওয়া যায়। সৌদি আরবে মালিকাধীন গাড়ির ড্রাইভার হিসেবে নিয়োগ পেতে দক্ষতার প্রমাণ দিতে হয়। তাই সৌদি আরব চাওয়াক খাছ ভিসা তৈরির পূর্বে অবশ্যই নিজেকে দক্ষ ড্রাইভার হিসেবে তৈরি করে নিতে হবে।

সৌদি আরব ভিসার দাম ২০২৪

ভিসার ক্যাটাগরির উপর ভিত্তি করে সৌদি আরব ভিসার দাম নির্ধারণ করা হয়। সৌদি আরবের ভিসার দাম পূর্বের তুলনায় অনেকটা বৃদ্ধি পেয়েছে। বর্তমানে সৌদি ভিসা তৈরির সর্বনিম্ন খরচ নূন্যতম প্রায় ৪ লাখ টাকা এবং সৌদি আরব ভিসা তৈরির সর্বোচ্চ খরচ ন্যূনতম প্রায় ৭ থেকে ৮ লাখ টাকা পর্যন্ত হয়ে থাকে।

সৌদি আরবের অর্থনীতি বেশি উন্নত। বিভিন্ন খনি উত্তোলনের মাধ্যমে দেশটি অর্থনৈতিক ভাবে উন্নত লাভ করেছে। যার ফলে সৌদি আরবে ভিসার সাহায্যে গেলে বৈধ ভাবে অনেক টাকা ইনকাম করা যায়। তবে অনেক দালাল বা এজেন্সি অবৈধ ভাবে সৌদি যাওয়ার পরামর্শ দেয়। এ সকল অসাধু দালাল এজেন্সি থেকে সতর্ক থাকতে হবে। ধন্যবাদ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top