বর্তমানে মালয়েশিয়া কোম্পানিগুলো দেশটির অর্থনীতির উন্নয়নের ক্ষেত্রে সব থেকে বড় ভূমিকা পালন করে থাকে। মালয়েশিয়াতে প্রতিনিয়ত বড় বড় কোম্পানি গড়ে উঠছে। নতুন এ সকল কোম্পানি পরিচালনার ক্ষেত্রে প্রচুর পরিমাণে শ্রমিক প্রয়োজন। চাহিদা অনুযায়ী শ্রমিক না থাকায় বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে মালয়েশিয়া সরকার শ্রমিক নিয়োগ করে থাকে। মালয়েশিয়া কোম্পানি কাজের বিভিন্ন সুযোগ সুবিধা রয়েছে।
মালয়েশিয়াতে অসংখ্য বিশ্বজয়ী কোম্পানি রয়েছে। এ সকল কোম্পানিতে চাকরি করে হাজার হাজার টাকা মুনাফা অর্জন করা যায়। অন্যান্য কাজের তুলনায় কোম্পানির কাজ করা সুবিধাজনক হওয়ায় মালয়েশিয়া কোম্পানি ভিসার চাহিদা দিনকে দিন বেড়ে চলেছে। মালয়েশিয়া কোম্পানির নাম জানা থাকলে অসাধু দালাল দ্বারা ক্ষতির সম্ভাবনা কম থাকে। বর্তমানে মালয়েশিয়া কোম্পানিতে কাজ করে সর্বনিম্ন প্রায় ৩০ হাজার টাকা থেকে সর্বোচ্চ প্রায় ৯০ হাজার টাকা পর্যন্ত বেতন পাওয়া যায়।
মালয়েশিয়া কোম্পানির নাম ও বেতন কত
বর্তমানে মালয়েশিয়া বিভিন্ন কোম্পানি দ্বারা অর্থনৈতিক ভাবে অনেক বেশি উন্নতি লাভ করেছে। প্রতিনিয়ত সরকারি ভাবে মালয়েশিয়া বিভিন্ন কোম্পানিতে শ্রমিক নিয়োগ দেওয়া হয়। মালয়েশিয়ান কোম্পানিতে বিভিন্ন ক্যাটাগরির কাজ রয়েছে। সকল কোম্পানিতে কাজ অনুযায়ী বেতন নির্ধারণ করা হয়।
কনস্ট্রাকশন কোম্পানির নাম ও বেতন
মালয়েশিয়াতে অসংখ্য কোম্পানি রয়েছে যারা কন্টাকের মাধ্যমে উঁচু উঁচু দালান নির্মাণ করে থাকে। মালয়েশিয়ার এ সকল কনস্ট্রাকশন কোম্পানির কাজ মাসের পর মাস চলমান থাকে। যার ফলে এক কোম্পানিতে দীর্ঘদিন কাজ করা যায়। বর্তমানে কনস্ট্রাকশন কোম্পানির একজন শ্রমিকের বেতন ন্যূনতম ৪০ হাজার টাকা থেকে ৭০ হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে।
- Sime Darby Berhad
- MMC Corporation Berhad
- Sunway Berhad
- SP Setia Berhad
- UEM Sunrise Berhad
পাম অয়েল কোম্পানির নাম ও বেতন
মালয়েশিয়া সব থেকে বেশি পাম অয়েল উৎপাদনকারী দেশ। মালয়েশিয়াতে অসংখ্য পাম বাগান রয়েছে। প্রতিনিয়ত পাম ফল কাটা থেকে শুরু করে তেল উৎপাদন করার জন্য অসংখ্য শ্রমিক নিয়োগ দেওয়া হয়। পাম অয়েল কোম্পানিতে একজন শ্রমিকের নূন্যতম বেতন ৫০ হাজার টাকা থেকে ৮০ হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে।
- Kuala Lumpur Kepong Berhad
- Felda Global Ventures Holdings Berhad
- Boustead Plantations Berhad
- Wilmar International Limited
- TSH Resources Berhad
ওষুধ কোম্পানির নাম ও বেতন
ঔষধ অর্থাৎ চিকিৎসা একজন মানুষের মৌলিক চাহিদার মধ্যে একটি। রোগ হলে মেডিসিন প্রয়োগ করতেই হবে। মালয়েশিয়া তে অনেক উন্নত ঔষধ কোম্পানি রয়েছে। মালয়েশিয়াতে ওষুধ কোম্পানি একজন নিম্ন পদস্থ কর্মকর্তার বেতন ন্যূনতম ৬০ হাজার টাকা থেকে ৯০ হাজার টাকা এবং উচ্চ পদস্থ কর্মকর্তার বেতন ১ লাখ টাকার উপরে হয়ে থাকে।
মালয়েশিয়া কোম্পানি ভিসার দাম কত
বর্তমানে মালয়েশিয়া যাওয়ার সম্পূর্ণ খরচের অধিকাংশ টাকা ভিসা তৈরিতে ব্যয় হয়। ভিসার ক্যাটাগরি অনুযায়ী খরচ কম বেশি হয়ে থাকে। বর্তমানে মালয়েশিয়া ভিসার দাম সর্বনিম্ন প্রায় ৩ লাখ টাকা থেকে সর্বোচ্চ প্রায় ৭ লাখ টাকা পর্যন্ত হয়ে থাকে। অর্থাৎ মালয়েশিয়া ভিসা তৈরি করতে ন্যূনতম বাজেট ৮ লাখ টাকা হতে হবে।
মালয়েশিয়া কোম্পানির নাম জানা থাকলে কোম্পানি ভিসা তৈরিতে সুবিধা পাওয়া যায়। এক্ষেত্রে অসাধু দালাল বা এজেন্সি কোম্পানির নামে ভুল তথ্য দিয়ে ক্ষতি করতে পারে না। মালয়েশিয়া কোম্পানি ভিসা দালাল বা এজেন্সির সাহায্য নিয়ে তৈরি করার ক্ষেত্রে অবশ্যই দালাল এবং এজেন্সির থেকে সতর্ক থাকতে হবে।
পিক বাংলা ডট কম হলো বিভিন্ন ধরনের ছবি সংগ্রহের ওয়েবসাইট। এখানে আমরা বিভিন্ন মাদ্ধম থেকে সংগ্রহকৃত সুন্দর সুন্দর এইচডি ছবি শেয়ার করে থাকি।