ওমান আরব উপদ্বীপের দক্ষিণ পূর্ব কোনাতে অবস্থিত একটি উন্নত এবং সমৃদ্ধশীল রাষ্ট্র। বাংলাদেশের শ্রম শক্তির অন্যতম বৃহৎ বাজার ওমান। ওমানে বর্তমানে প্রায় ৭ লাখ বাংলাদেশী নাগরিক প্রবাসী হিসেবে রয়েছে। যারা প্রতিনিয়ত ঘাম ঝরা পরিশ্রম করে রেমিটেন্স অর্জন করছে এবং তাদের অর্জিত রেমিটেন্স বৈধ পন্থায় দেশে প্রেরণ করছে। প্রবাসীদের অর্জিত রেমিটেন্স দ্বারা বাংলাদেশের অর্থনীতি সচল থাকে। ওমান টাকার রেট বর্তমানে অধিক পরিমাণে উঠানামা করছে।
বর্তমানে ওমান উন্নত রাষ্ট্র হওয়ায় মুদ্রার মানের দিক থেকে বাংলাদেশের থেকে অনেক এগিয়ে রয়েছে। আজ মে ২০২৪ ওমান টাকার রেট ৩০৪.৫০ টাকা হলেও একদিন আগে প্রমাণ টাকার রেট ছিল ৩০৪ টাকা ২৬ পয়সা। এছাড়া গত ৮ মে ২০২৪ ওমান টাকার রেট ছিল ২৮৫ টাকা ১৮ পয়সা। যা গত এক দিনের ব্যবধানে ১৯ টাকা ৩০ পয়সা বৃদ্ধি পেয়ে ৯ ই মে ৩০৫ টাকা ৫ পয়সায় দাঁড়ায়। বাংলাদেশে টাকার রেট প্রতিদিন অথবা কয়েক ঘন্টার ব্যবধানে উঠানামা করে থাকে।
ওমান কোন মুদ্রা ব্যবহার করা হয়
বাংলাদেশ সহ বিশ্বের প্রত্যেকটি স্বাধীন রাষ্ট্র কিছু মুদ্রার সাহায্যে পরিচালিত হয়ে থাকে। ওমান একটি উন্নত মুদ্রার দ্বারা পরিচালিত হয়ে থাকে। ওমান রিয়াল মুদ্রা দ্বারা পরিচালিত হয়। ওমানের মুদ্রার নাম ওমানি রিয়াল। বর্তমানে ওমানি ১ রিয়ালের মূল্য বাংলাদেশি টাকার প্রায় কয়েকশো গুণ বেশি।
ওমান টাকার রেট
সকল রাষ্ট্রের মুদ্রার মান দেশের অর্থনীতির উপর নির্ভর করে। যে দেশের অর্থনৈতিক অবস্থা যত বেশি উন্নত হয় ওই দেশের মুদ্রার মান তত বেশি হয়। বর্তমানে ওমানের অর্থনৈতিক অবস্থা পূর্বের থেকে অনেক উন্নত হয়েছে। যার ফলশ্রুতিতে ওমান টাকার মান পূর্বের তুলনায় অনেক বেশি বৃদ্ধি পেয়েছে। বর্তমানে ওমানের টাকার রেট ৩০৪.৫০ টাকা ।
ওমান টু বাংলাদেশি টাকা
প্রতিনিয়ত ওমানের টাকার মান কম বেশি হয়ে থাকে। তবে বর্তমানে ওমানি রিয়ালের দাম কমার পরিবর্তে বেড়ে চলেছে। কয়েক মাসের ব্যবধানে ওমান টাকার রেট বাংলাদেশী টাকায় অনেক বেশি বৃদ্ধি পেয়েছে। চলতি মাসেও প্রমাণ টাকার রেট ছিল ২৮৪ টাকা ৭২ পয়সা। মাত্র ১৩ দিনের ব্যবধানে এ টাকার রেট বৃদ্ধি পেয়ে বর্তমানে ৩০৪ টাকা ৮৬ পয়সায় দাঁড়িয়েছে।
ওমান টাকার আজকের রেট কত
বর্তমানে ওমান এবং বাংলাদেশি টাকার রেটের মধ্যে আসমান জমিন পার্থক্য দেখা যায়। ওমানে রিয়ালের রেট বর্তমানে দিনকে দিন বৃদ্ধি পাচ্ছে। ২০২৩ সালে ওমানের রিয়ালের রেট ছিল ২৭০ টাকা ৩২ পয়সা। যা গত এক বছরের ব্যবধানে প্রায় ৩৩ টাকা বৃদ্ধি পেয়েছে। ওমান টাকার রেট প্রায় প্রতি দিনই কম বেশি হয়ে থাকে। ওমান টাকার আজকের রেট ৩০৩ টাকা ৮৬ পয়সা। যা একদিন আগে ৩০৪ টাকা ২৬ পয়সা ছিল।
ওমান ৫০ রিয়াল বাংলাদেশের কত টাকা
প্রতিটি দেশের আয় এবং ব্যয়ের উপর নির্ভর করে অর্থনৈতিক অবস্থার উন্নতি এবং অবনতি ঘটে থাকে। বর্তমানে ওমানের অর্থনৈতিক অবস্থা বেশ উন্নত। ওমানের বর্তমান টাকার রেট অনুযায়ী ৫০ রিয়াল বাংলাদেশি টাকায় এক্সচেঞ্জ করলে করলে হয় ১৫ হাজার ১৯৩ টাকা। গতকাল এই ৫০ রিয়ালেররেট ছিল ১৫ হাজার ২১৩ টাকা।
ওমান ১০০ রিয়াল বাংলাদেশের কত টাকা
বাংলাদেশের মতো ওমানের আমদানি ও রপ্তানির চাহিদার উপর অর্থনৈতিক অবস্থা নির্ভর করে থাকে। ২০২৩ সালের তুলনায় বর্তমান ২০২৪ সালে ওমানের অর্থনৈতিক অবস্থা ব্যাপক উন্নতি সাধন করেছে। ২০২৩ সালে ওমানের ১০০ রিয়ালের রেট ছিল ২৮ হাজার ৩৭ টাকা। ২০২৩ সালের তুলনায় বর্তমান ২০২৪ সালে ওমান ১০০ রিয়ালের রেট ৩০ হাজার ৩৮৬ টাকা। হিসাব অনুযায়ী দেখা যায় গত এক বছরে ওমানের ১০০ রিয়ালের রেট ২,৩৪৯ টাকা বৃদ্ধি পেয়েছে।
ওমান ৫০০ রিয়াল বাংলাদেশের কত টাকা
বর্তমানে ওমানে অসংখ্য বাংলাদেশি নাগরিক প্রবাসী হিসেবে বিভিন্ন কাজে নিয়োজিত রয়েছে। অনেক বাংলাদেশী নাগরিক ওমানে অল্প পরিসরে কাজ করে ৫০০ রিয়াল বা তার অধিক ইনকাম করে থাকে। ওমান ৫০০ রিয়াল বর্তমানে বাংলাদেশি টাকায় রূপান্তর করলে হয় ১ লাখ ৫১,৯৩০ টাকা। ওমানে বেশি পরিশ্রম করলে আরো বেশি টাকা ইনকাম করা যায়।
ওমান রিয়াল রেট বাংলাদেশ ব্যাংক
বর্তমানে অনেক ওমান প্রবাসী বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে তাদের অর্জিত রেমিটেন্স দেশে পাঠিয়ে থাকে। বাংলাদেশ ব্যাংক ওমান রিয়ালের মূল্য নির্ধারণ করে থাকে। বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে রেমিটেন্স দেশে পাঠালে সঠিক মূল্য পাওয়া যায়। এছাড়া ব্যাংকের মাধ্যমে রেমিটেন্স দেশে আসলে দেশের অর্থনীতি অনেক বেশি উন্নতি লাভ করবে।
বাংলাদেশ ব্যাংক প্রতিনিয়ত ওমান রিয়ালের মূল্য কম বেশি করে থাকে। তাই নির্দিষ্ট করে ওমানি রিয়ালের রেট বলা সম্ভব নয়। কেননা বাংলাদেশ ব্যাংকের আওতাধীন বিভিন্ন ব্যাংক প্রতিষ্ঠান বিভিন্ন ধরনের মূল্য নির্ধারণ করে থাকে। আপনাদের ধারণা দেওয়ার সুবিধার্থে বলছি, বর্তমানে বাংলাদেশ ব্যাংক ওমানের রিয়ালের মূল্য ৩০৩ টাকা হারে প্রদান করছে।
বাংলাদেশী টাকা টু ওমানি রিয়াল
ওমানে অসংখ্য পর্যটন কেন্দ্র রয়েছে। ওমানে প্রাকৃতিক পর্যটন কেন্দ্র গুলোর পাশাপাশি উন্নত প্রযুক্তি ব্যবহার করে কৃত্রিম উপায়ে অসংখ্য পর্যটন কেন্দ্র তৈরি করা হয়েছে। অনেক বাংলাদেশী ওমানের সকল পর্যটন কেন্দ্র ভ্রমণের জন্য ওমান পাড়ি জমায়। এ ক্ষেত্রে বাংলাদেশী টাকা থেকে ওমানি রিয়ালে রূপান্তরিত করার প্রয়োজন পড়ে।
কেননা প্রত্যেকটি দেশ তাদের নিজ নিজ মুদ্রা দ্বারা পরিচালিত হয়। সুতরাং ওমানে বাংলাদেশী টাকা চলবে না। ওমানে ভ্রমণরত অবস্থায় কোন পণ্য কেনাকাটা অথবা বিল পরিশোধের ক্ষেত্রে অবশ্যই ওমানি রিয়াল ব্যবহার করতে হবে। বর্তমানে বাংলাদেশী টাকাকে ওমানের রূপান্তরিত করলে প্রতি টাকার রেট ০.০০৩৩ টাকা হারে প্রদান করা হয়।
বর্তমানে অনেক প্রতারক চক্র রয়েছে। যারা বিভিন্ন উপায়ে প্রবাসীদের টাকা আত্মসাৎ করার জন্য সদা প্রস্তুত থাকে। এ সকল প্রতারক চক্রের হাত থেকে ওমানের রিয়াল রক্ষা এবং রিয়ালের সঠিক মূল্য পেতে ওমানের রিয়ালের রেট জেনে টাকা পাঠানো উচিত। অন্যথায় বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।
পিক বাংলা ডট কম হলো বিভিন্ন ধরনের ছবি সংগ্রহের ওয়েবসাইট। এখানে আমরা বিভিন্ন মাদ্ধম থেকে সংগ্রহকৃত সুন্দর সুন্দর এইচডি ছবি শেয়ার করে থাকি।