বিদ্যুৎ ইউনিট রেট কত টাকা ২০২৪

বিদ্যুৎ বর্তমান সময়ের সব থেকে গুরুত্বপূর্ণ উপাদান। বাংলাদেশ সহ বিশ্বের ছোট বড় সকল উন্নত ও অনুন্নত রাষ্ট্রে বিদ্যুতের ব্যাপক ব্যবহার লক্ষ্য করা যায়। বিদ্যুৎ ব্যবহার করেই বাসা বাড়ি থেকে শুরু করে বড় বড় গার্মেন্টস ফ্যাক্টরি বা শিল্প প্রতিষ্ঠান গুলো পরিচালনা করা হয়ে থাকে। বিদ্যুৎ ছাড়া বর্তমান বিশ্ব এক মুহূর্ত চলতে পারবে না। তবে বর্তমান সময়ে দ্রব্য মূলের ঊর্ধ্বগতির সাথে তাল মিলিয়ে প্রতিনিয়ত বিদ্যুতের মূল্য বেড়ে চলেছে।

২০২৪ সালেই এক মাসের ব্যবধানে বিদ্যুতের দাম অনেক বেশি বৃদ্ধি পেয়েছে। মঙ্গলবার ২৮ ফেব্রুয়ারি ২০২৪ বিদ্যুৎ জ্বালানি খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে এই মর্মে প্রজ্ঞাপন জারি করা হয়েছে যে ভোক্তা পর্যায়ে প্রতি ইউনিট বিদ্যুতের রেট ন্যূনতম ৫ থেকে ৮ শতাংশ বাড়ানো হবে। যা মার্চ মাস থেকে কার্যকর হয়েছে। বর্তমানে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কর্তৃক নির্ধারিত প্রতি ইউনিট বিদ্যুৎ রেট বর্তমানে সর্বনিম্ন ৪ টাকা ৬৩ পয়সা এবং সর্বোচ্চ বিদ্যুৎ ইউনিট রেট প্রায় ২০ টাকা ১৭ পয়সা।

বিদ্যুৎ ইউনিট রেট বলতে কি বুঝায়

সহজ ভাবে বিদ্যুৎ ব্যাবহারের হিসাব কে সুবিধা জনক ভাবে হিসাব করার জন্য ইউনিট ব্যবহার করা হয়। ইউনিট মূলত বিদ্যুৎ পরিমাপের একক। বোর্ড অফ ট্রেড ইউনিটকে সংক্ষিপ্ত আকারে ইউনিট বলা হয়। সহজ ভাবে বোঝাতে গেলে ১০০ ওয়াটের কোন ডিভাইস 10 ঘণ্টা যাবত চললে যে পরিমাণ বিদ্যুৎ শক্তি খরচ হবে ওই বিদ্যুৎ শক্তির পরিমাপকে ১ ইউনিট বলা হবে।

বিদ্যুৎ ইউনিট রেট ২০২৪

বর্তমানে বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে গেছে। সাধারণত যারা স্থায়ী ভাবে বসবাস করেন এবং প্রতিমাসে প্রায় ২০০ থেকে ৩০০ ইউনিট বিদ্যুৎ ব্যবহার করেন তাদের এলটি এ এর আওতায় প্রতি মাসে বিদ্যুৎ বিল আসবে নূন্যতম ১,৫১৮ টাকা থেকে শুরু করে ২,২৭৭ টাকা। এছাড়া যারা প্রতি মাসে ৩০০ ইউনিট থেকে ৪০০ ইউনিট ব্যবহার করে তাদের প্রতি মাসে বিদ্যুৎ বিল আসবে ২,৪৬০ টাকা থেকে ৩,২৮০ টাকা।

পল্লী বিদ্যুৎ ইউনিট রেট

বাংলাদেশ পল্লী বিদ্যুৎ সংস্থা একটি সেবামূলক প্রতিষ্ঠান। বাংলাদেশ রাষ্ট্রপতির আদেশ অনুসারে বাংলাদেশ পল্লী বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ১৯৭৭ সালে প্রতিষ্ঠিত হয়ে ১৯৭৮ সাল থেকে তাদের কার্যক্রম শুরু করে। বাংলাদেশ পল্লী বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের প্রধান দায়িত্ব হল বাংলাদেশের গ্রামীণ অঞ্চলে বিদ্যুৎ পৌঁছে দেওয়া।

বাংলাদেশ পল্লী বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সর্বমোট ৮০ সমিতির মাধ্যমে বাংলাদেশের গ্রাম অঞ্চলে বিদ্যুৎ পৌঁছে দিচ্ছে। পল্লী বিদ্যুৎ বাংলাদেশ এর অন্যতম সর্ববৃহৎ বিদ্যুৎ বিতরণ সংস্থা। পল্লী বিদ্যুৎ সংস্থা সাধারণ গ্রাহকের জন্য প্রতি ইউনিট বিদ্যুতের মূল্য ৪ টাকা ৪০ পয়সা থেকে, ৪ টাকা ৬২ পয়সা নির্ধারণ করেছে। গ্রাহক অনুযায়ী সকল ভ্যাট ট্যাক্স মিলিয়ে বাসা বাড়িতে প্রতি ইউনিট বিদ্যুতের মূল্য ৭ টাকা ৪৮ পয়সা পর্যন্ত হয়ে থাকে।

বিদ্যুৎ বিল ইউনিট কত ২০২৪

প্রত্যেকটি বৈদ্যুতিক সংযোগ এর উপর ভিত্তি করে বিদ্যুতিক ইউনিট এর রেট আলাদা রকমের হয়ে থাকে। যেমন বাসা বাড়িতে ব্যবহার করার জন্য বৈদ্যুতিক ইউনিটের দাম একরকম ঠিক তেমনি মিল ফ্যাক্টরিতে ব্যবহারের জন্য ইউনিটের দাম অন্যরকম। তুলনামূলক বাসা বাড়িতে ব্যবহৃত বিদ্যুতের দাম কম হয়ে থাকে। অপরদিকে বাণিজ্যিক বা মিল ফ্যাক্টরির লাইনের বিদ্যুতিক ইউনিটের দাম কিছুটা বেশি।

বাসা বাড়ির বিদ্যুৎ ইউনিট রেট

প্রতিনিয়ত আমরা বিদ্যুৎ দ্বারা পরিচালিত অসংখ্য যন্ত্রপাতি ব্যবহার করে থাকি। বাসার বৈদ্যুতিক বাল্ব ও ফ্যান থেকে শুরু করে এসি পর্যন্ত বিদ্যুৎ দ্বারা পরিচালনা করে থাকে। এছাড়া রান্নার ক্ষেত্রেও বিদ্যুতের কোন বিকল্প নেই। কেননা পূর্বে গ্যাস বা জ্বালানি ব্যবহার করে রান্নার কাজ করা হলেও বর্তমানে রাইস কুকার ও বৈদ্যুতিক হিটার এবং ব্লেন্ডার মেশিনের মতো অসংখ্য যন্ত্রপাতি ব্যবহার করা হচ্ছে।

বাসা বাড়িতে বিদ্যুৎ বিল কত টাকা ধরা হবে তা বিদ্যুৎ খরচের উপর নির্ভর করে। বিদ্যুৎ খরচের উপর নির্ভর করে বাসা বাড়িতে ব্যবহারকৃত প্রতি ইউনিট বিদ্যুতের মূল্য সর্বনিম্ন প্রায় ৪ টাকা ৬৩ পয়সা হয়ে থাকে। এ ছাড়া বাসা বাড়িতে ব্যবহৃত বিদ্যুতের প্রতি ইউনিটের সর্বোচ্চ মূল্য ন্যূনতম প্রায় ১৪ টাকা ৬১ পয়সা পর্যন্ত হতে পারে।

বাণিজ্যিক বিদ্যুৎ ইউনিট রেট

বাণিজ্যিক ক্ষেত্রে ও বিদ্যুতের মূল্যে আলাদা হয়ে থাকে। বাণিজ্যিক অফিস বা বাণিজ্যিক যে কোনো প্রতিষ্ঠানের জন্য ফ্ল্যাট বিদ্যুৎ ইউনিট রেট ১৩ টাকা ১ পয়সা। বাণিজ্যিক প্রতিষ্ঠান বা অফিসের জন্য অফ পিক সময়ে অর্থাৎ প্রতি ইউনিট বিদ্যুতের সর্বনিম্ন মূল্য ১১ টাকা ৭১ পয়সা এবং পিক সময়ে প্রতি ইউনিট বিদ্যুতের সর্বোচ্চ মূল্য ১৫ টাকা ৬২ পয়সা পর্যন্ত হয়ে থাকে।

আবাসিক বিদ্যুৎ ইউনিট রেট

বর্তমানে এল টি -এ অর্থাৎ আবাসিক বিদ্যুৎ বিলের প্রতি ইউনিট বিদ্যুতের মূল্য নূন্যতম ৪ টাকা ৬৩ পয়সা পর্যন্ত হয়ে থাকে। এই বিদ্যুৎ ইউনিট রেট ০ থেকে ৫০ ইউনিট খরচকারীর জন্য প্রযোজ্য। অপর দিকে ২০০ থেকে ৩০০ ইউনিট বিদ্যুৎ খরচ কারীর জন্য প্রতি ইউনিট বিদ্যুতের মূল্য ৭ টাকা ৫৯ পয়সা হয়ে থাকে। এছাড়া পঞ্চম ধাপে ৪০১ থেকে ৬০০ ইউনিট বিদ্যুৎ খরচ কারীর জন্য আবাসিক প্রতি ইউনিট বিদ্যুতের মূল্য ১২ টাকা ৬৭ পয়সা পর্যন্ত হয়ে থাকে।

এলটি- ডি ১ বিদ্যুৎ ইউনিট রেট

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বিদ্যুৎ ব্যবহারকে কয়েক ক্যাটাগরিতে ভাগ করেছে। এই ক্যাটাগরির মধ্যে এলটি -ডি ১ মূলত শিক্ষা, ধর্মীয় ও দাতব্য প্রতিষ্ঠান এবং হাসপাতালের মতো প্রতিষ্ঠান গুলোকে ধরা হয়। এই সরকারি প্রতিষ্ঠান গুলোতে বিদ্যুৎ খাঁতে ছাড় দেওয়া হয়ে থাকে। এলটি ডি ১ বিদ্যুৎ খাতে প্রতি ইউনিট বিদ্যুতের মূল্য ন্যূনতম সাত টাকা ৫৫ পয়সা এবং ডিমান্ড চার্জ সর্বোচ্চ ৬০ টাকা পর্যন্ত ধরা হয়ে থাকে।

এলটি- ডি ২ বিদ্যুৎ ইউনিট রেট

বিদ্যুৎ এমন একটি উপাদান যা ব্যতীত বর্তমান ডিজিটাল বিশ্ব এক মুহূর্ত চলতে পারবে না। এলটি ডি ২ ক্যাটাগরিতে রাস্তার বাতি ও পানির পাম্প জাতীয় বস্তুকে ধরা হয়। এল টি ডি ২ ক্যাটাগরিতে প্রতি ইউনিট বিদ্যুতের মূল্য ন্যূনতম ৯ টাকা ৭১ পয়সা ধরা হয়। এছাড়া এই ক্যাটাগরির বিদ্যুতের ডিমান্ড চার্জ সর্বোচ্চ প্রায় ৯০ টাকা পর্যন্ত হয়ে থাকে।

এলটি- ডি ৩ বিদ্যুৎ ইউনিট রেট

আমাদের ব্যক্তির জীবনে ব্যাটারি চালিত সকল যন্ত্র জীবনযাত্রার সহজ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বাংলাদেশে অসংখ্য ব্যাটারী চার্জিং স্টেশন গড়ে উঠেছে। এই সকল ব্যাটারি চার্জিং স্টেশন কে এল টি ডি ৩ ক্যাটাগরির আওতায় ধরা হয়। ব্যাটারি চার্জিং স্টেশন পরিচালনার ক্ষেত্রে যে বিদ্যুৎ খরচ হয় তার প্রতি ইউনিট বিদ্যুতের মূল্য ৯ টাকা ৬২ পয়সা থেকে শুরু করে সর্বোচ্চ প্রায় ১২ টাকা ১৪ পয়সা পর্যন্ত হয়ে থাকে।

ছোট বড় সকল কাজেই বিদ্যুতের ব্যবহার রয়েছে। যার ফলে বিদ্যুতের চাহিদা পূর্বের তুলনায় ব্যাপক আকারে বৃদ্ধি পেয়েছে। তবে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড চাহিদা মাফিক বিদ্যুৎ উৎপাদন করতে পারছে না। এতে করে এক দিকে সাধারণ মানুষ ভোগান্তির শিকার হচ্ছে অপরদিকে বাংলাদেশ আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top