ইসলামী ব্যাংক বাংলাদেশের একটি স্বনামধন্য প্রতিষ্ঠান। ইসলামী ব্যাংক বাংলাদেশের সব থেকে বড় ব্যাংক প্রতিষ্ঠান গুলোর মধ্যে একটি। ইসলামী ব্যাংকে বিভিন্ন ক্যাটাগরির একাউন্টে সঞ্চয় করার সুবিধা রয়েছে। কৃষক ও শ্রমিক থেকে শুরু করে বড় বড় ব্যবসায়ী বা শিল্পপতিরা ইসলামী ব্যাংকে টাকা সঞ্চয় করে থাকে। ইসলামী ব্যাংক গ্রাহকদের সর্বদা সেবা প্রদান করার চেষ্টা করে থাকে।
যার পরিপ্রেক্ষিতে বর্তমানে অন্যান্য ব্যাংকের তুলনায় ইসলামী ব্যাংকের প্রতি মানুষের আস্থা ও বিশ্বাস বেড়ে চলেছে। বর্তমানে প্রতিনিয়ত ইসলামী ব্যাংকের সাথে কোটি কোটি টাকার লেনদেন হয়ে থাকে। এছাড়া দেশ থেকে শুরু করে বিদেশে লেনদেনের ক্ষেত্রেও ইসলামী ব্যাংক ব্যবহার করা হচ্ছে। বর্তমানে অনেক প্রবাসীরা ইসলামী ব্যাংকের মাধ্যমে লেনদেন করে থাকে।
ইসলামী ব্যাংক একাউন্টের প্রকারভেদ
বর্তমানে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ব্যাংক প্রতিষ্ঠান বিভিন্ন ক্যাটাগরির একাউন্টিং সিস্টেম চালু করেছে। বিভিন্ন ক্যাটাগরির একাউন্টিং সিস্টেমের মধ্যে মূলত সেভিংস একাউন্ট ও কারেন্ট একাউন্ট এবং স্টুডেন্ট একাউন্ট এই তিন ধরনের একাউন্ট সব থেকে বেশি খোলা হয়। অন্যান্য একাউন্টিং সিস্টেমের তুলনায় এই তিন ক্যাটাগরির একাউন্টে অধিক সুবিধা পাওয়া যায়।
ইসলামী ব্যাংক একাউন্ট খোলার নিয়ম
বর্তমানে ইসলামী ব্যাংকে একাউন্ট খোলার নিয়ম পূর্বের তুলনায় অনেক সহজ করা হয়েছে। ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ব্যাংক প্রতিষ্ঠানে যে কোনো ক্যাটাগরির একাউন্ট স্বশরীরে নিকটস্থ ব্যাংক শাখায় উপস্থিত হয়ে এবং অনলাইনের মাধ্যমে খোলার সুবিধা রয়েছে।
সরাসরি স্বশরীরে নিকটস্থ ব্যাংক শাখায় উপস্থিত হয়ে ব্যাংকে কর্মরত কর্মকর্তাদের সাথে যোগাযোগ করে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে ইসলামী ব্যাংকের যেকোনো ক্যাটাগরির একাউন্ট খোলা যায়। এছাড়া অনলাইনে সেলফিন অ্যাপস এর সাহায্যে ঘরে বসে অল্প সময়ের মধ্যে ইসলামী ব্যাংক একাউন্ট খোলা যায়।
সেলফিন অ্যাপস এর সাহায্যে একাউন্ট খোলার নিয়ম
বর্তমানে প্রযুক্তির কল্যাণে এবং ইন্টারনেট ব্যাংকিং এর সুবাদে মুহূর্তের মধ্যে ঘরে বসে সেলফিন অ্যাপস এর সাহায্যে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ব্যাংক প্রতিষ্ঠানে যেকোনো ক্যাটাগরির একাউন্ট ওপেন করা যায়। বেশ কয়েকটি ধাপে সেলফিন অ্যাপস ব্যবহার করে একাউন্ট খুলতে হয়।
- প্রথম ধাপঃ সর্বপ্রথম প্লে স্টোর থেকে সেলফিন অ্যাপস ইনস্টল করে লগইন করে “Open A/C” অপশনটি নির্বাচন করুন।
- দ্বিতীয় ধাপঃ এবার নিকটস্থ ইসলামী ব্যাংক শাখা নির্বাচন করুন এবং ব্যক্তিগত প্রয়োজনীয় তথ্য প্রদান করুন। তার পরে পিতা-মাতার নাম, বৈবাহিক সম্পর্ক, মাসিক আয় ও আয়ের উৎস নির্বাচন করুন।
- তৃতীয় ধাপঃ আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে Source of Fund থেকে Tuition and grants নির্বাচন করবেন। অতঃপর প্রয়োজনীয় বর্তমান ঠিকানা প্রদান করুন।
- চতুর্থ ধাপঃ এরপরে Submit বাটনে ক্লিক করলে পরবর্তী পেইজে একটি কনফারমেশন ভিউ দেখতে পাবেন। সেখানে সকল তথ্য সঠিক থাকলে Confirm বাটনে ক্লিক করবেন।
- পঞ্চম ধাপঃ অতঃপর ব্যাংক একাউন্টের ধরন নির্বাচন করে একজন নমিনির তথ্য প্রদান করে আপলোড করে Submit বাটনে ক্লিক করলে আপনার একাউন্ট সফল ভাবে ওপেন হয়ে যাবে।
ইসলামী ব্যাংক একাউন্ট খুলতে কত টাকা লাগে
বর্তমানে ইসলামী ব্যাংক ফ্রিতে একাউন্ট খোলার সুবিধা প্রদান করে আসছে। তবে একাউন্ট খোলার সময় কারেন্ট ব্যালেন্স বাবদ একাউন্ট এর ধরন অনুযায়ী কিছু টাকা জমা দিতে হবে। যেমন ইসলামী ব্যাংকের সেভিংস একাউন্ট খুলতে ন্যূনতম ৫০০ টাকা এবং কারেন্ট একাউন্ট খুলতে নূন্যতম ১,০০০ টাকা ও স্টুডেন্ট একাউন্ট খুলতে ন্যূনতম ১০০ টাকা প্রথম অবস্থায় ব্যাংকে জমা দিতে হবে।
সেভিংস একাউন্ট খোলার নিয়ম ও কি কি কাগজপত্র লাগে
ইসলামী ব্যাংকের বিভিন্ন ক্যাটাগরির একাউন্টের মধ্যে সেভিংস একাউন্ট অন্যতম। সেভিংস একাউন্ট মূলত সঞ্চয় ক্যাটাগরির একাউন্ট যা মূলত টাকা সঞ্চয় করার জন্য খোলা হয়। সেভিংস একাউন্টের কয়েকটি ভাগ রয়েছে। তবে অধিকাংশ ক্ষেত্রে সাধারনত ব্যক্তিগত সেভিংস বা সঞ্চয়ী একাউন্ট অথবা মেয়াদী সঞ্চয়ী একাউন্ট বেশি খোলা হয়।
- জাতীয় পরিচয় পত্রের/ পাসপোর্টের /ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি (যে কোন একটি)।
- ২ কপি সদ্য তোলা পাসপোর্সট সাইজের সত্যায়িত করা ছবি।
- একজন নমিনি এবং নমিনির জাতীয় পরিচয় পত্র অথবা জন্ম নিবন্ধনের ফটোকপি।
- আবেদনকারীর দ্বারা নমিনির পাসপোর্ট সাইজের ১ কপি সত্যায়িত ছবি।
- এই ব্যাংকের যে কোন একজন সেভিংস একাউন্ট ধারীর স্বাক্ষর। যার দ্বারা গ্রাহকের ছবিও সত্যায়িত করতে হয়।
- আবেদনকারীর স্বাক্ষর এবং মিনিমাম ১ হাজার টাকা ইনস্ট্যান্ট ডিপোজিট।
কারেন্ট একাউন্ট খোলার নিয়ম ও কি কি কাগজপত্র লাগে
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ব্যাংক প্রতিষ্ঠানের কারেন্ট একাউন্ট মূলত ব্যবসায়ীদের জন্য বেশি প্রযোজ্য। কারেন্ট একাউন্টে মূলত প্রতিদিন লেনদেন করার সুযোগ থাকে। ইসলামী ব্যাংকের কারেন্ট একাউন্ট শাখায় বিনা লাভে প্রতিদিন আনলিমিটেড টাকা লেনদেন করার সুবিধা পাওয়া যায়।
- ২ কপি সত্যায়িত করা পাসপোর্ট সাইজের ছবি।
- আবেদনকারীর এনআইডি কার্ড ও জন্ম নিবন্ধন সনদের ফটোকপি জমা দিতে হবে।
- আবেদনকারীর দ্বারা সত্যায়িত করা নমিনির ১ কপি পাসপোর্ট সাইজের ছবি এবং নমিনির এনআইডি কার্ডের ফটোকপি জমা দিতে হবে।
- রেগুলার ট্রেড লাইসেন্স এর ফটোকপি এবং ব্যবসায়ীক প্রতিষ্ঠানের জায়গা ভাড়া হলে চুক্তিনামা ও জায়গা নিজের হলে যে কোন ইউটিলিটি বিলের কপি।
- এছাড়া আবেদনকারীর স্বাক্ষর ও কমপক্ষে ১০০০ টাকা ডিপোজিট করতে হবে।
স্টুডেন্ট একাউন্ট খোলার নিয়ম ও কি কি কাগজপত্র লাগে
বর্তমানে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ব্যাংক প্রতিষ্ঠান স্টুডেন্টদের ব্যাংকিং এর আওতায় আনতে সর্বনিম্ন প্রতি মাসে ১০০ টাকা ডিপোজিট করে স্টুডেন্ট একাউন্ট খোলার সুবিধা প্রদান করে আসছে। ইসলামী ব্যাংকে স্টুডেন্ট একাউন্ট খোলার জন্য নিকটস্থ ব্যাংক শাখায় উপস্থিত হয়ে কিছু কাগজ পত্র জমা দিয়ে একাউন্ট খুলতে হবে।
- অবিভাবক ও শিক্ষার্থীর প্রত্যেকের ২ কপি পাসপোর্ট সাইজের ছবি। শিক্ষার্থী ১৮ বছরের বেশি বয়সের হলে অবিভাবকের ছবি লাগবেনা।
- আবেদনকারী শিক্ষার্থীর এনআইডি কার্ড ও জন্ম নিবন্ধন সনদ অথবা স্কুল অথোরিটি সার্টিফিকেটের যেকোনো একটির ফটোকপি।
- আবেদনকারী শিক্ষার্থীর স্বাক্ষর এবং কমপক্ষে ১০০ টাকা নগদ ডিপোজিট
ইসলামী ব্যাংক একাউন্ট চেক করার নিয়ম
এক সময় ইসলামী ব্যাংক শাখায় স্বশরীরে উপস্থিত হয়ে লাইনে দাঁড়িয়ে একাউন্ট চেক করতে হতো। তবে বর্তমানে প্রযুক্তির কল্যাণে ঘরে বসে অনলাইনের মাধ্যমে সহজে একাউন্ট চেক করা যায়। ব্যাংকে সরাসরি উপস্থিত হয়ে ও কয়েকটি ধাপে সেলফিন অ্যাপসের সাহায্যে সহজে একাউন্ট চেক করা যায়। একাউন্ট চেক করার জন্য সেলফিন অ্যাপে লগিন করে হোম পেইজ থেকে “Bank A/C” লেখা অপশনে ক্লিক করতে হবে।
দ্বিতীয় ধাপে আপনার কাঙ্খিত একাউন্টটি নির্বাচন করলে আপনার ইসলামী ব্যাংক একাউন্টের ব্যালেন্স দেখতে পাবেন। এখানে উল্লেখিত Account Balance দ্বারা বুঝায় আপনার একাউন্টে মোট জমার পরিমাণ। আর Available Balance দ্বারা বুঝায় আপনি সর্বোচ্চ যত টাকা উত্তোলন করতে পারবেন তার পরিমাণ।
বর্তমানে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ব্যাংক প্রতিষ্ঠান অর্থ সঠিক ভাবে লেনদেন করার সহজ মাধ্যম হয়ে দাঁড়িয়েছে। ইসলামী ব্যাংকের সাহায্যে অতি সহজে অল্প সময়ের মধ্যে টাকা একজন থেকে আরেকজন লেনদেন করা যায়। এছাড়াও ইসলামী ব্যাংক বিভিন্ন ধরনের গ্রাহক সেবা প্রদান করে। যার ফলে অন্যান্য ব্যাংকের তুলনায় ইসলামী ব্যাংক জনপ্রিয়তার শীর্ষে রয়েছে।
পিক বাংলা ডট কম হলো বিভিন্ন ধরনের ছবি সংগ্রহের ওয়েবসাইট। এখানে আমরা বিভিন্ন মাদ্ধম থেকে সংগ্রহকৃত সুন্দর সুন্দর এইচডি ছবি শেয়ার করে থাকি।