প্রবাসী কল্যাণ ব্যাংক লোন অনলাইন আবেদন ২০২৪

বাংলাদেশে অসংখ্য ব্যাংক প্রতিষ্ঠান গড়ে উঠেছে। এই সকল ব্যাংক প্রতিষ্ঠানের মধ্যে প্রবাসী কল্যাণ ব্যাংক অন্যতম। প্রবাসী কল্যাণ ব্যাংক তাদের ভিন্নধর্মী প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশের জনগণের মনে জায়গা করে নিয়েছে। প্রবাসী কল্যাণ ব্যাংক মূলত প্রবাসীদের কে নিয়ে কাজ করে থাকে। বাংলাদেশের শত শত অবহেলিত রেমিটেন্স যোদ্ধাদের কে সঠিক মূল্যায়ন ফিরিয়ে দিতে প্রবাসী কল্যাণ ব্যাংক নানা কার্যক্রম চালু রেখেছে।

অন্যান্য ব্যাংক প্রতিষ্ঠানের তুলনায় প্রবাসী কল্যাণ ব্যাংক প্রবাসীদের কে ভিন্নভাবে মূল্যায়ন করে থাকে। প্রবাসীদের জন্য প্রবাসী কল্যাণ ব্যাংক বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা প্রদান করে থাকে। প্রবাসী কল্যাণ ব্যাংক বিদেশ ফেরত সকল প্রবাসীদের দেশে কর্মসংস্থান সৃষ্টি থেকে শুরু করে সকল প্রকার সুযোগ সুবিধা প্রদান করে থাকে। প্রবাসী কল্যাণ ব্যাংক প্রবাসীদের পরিবারের সদস্যদেরও ঋণ প্রদানের মাধ্যমে সহযোগিতা করে থাকে।

প্রবাসী কল্যাণ ব্যাংক লোনের প্রকারভেদ

কোন ব্যক্তি যদি বৈধ ভিসার মাধ্যমে প্রবাসী হিসেবে বিদেশ যায় এবং বিদেশ থেকে ফিরে এসে নিজ এলাকায় কোন কর্মসংস্থান তৈরি করতে চায় তাদেরকে প্রবাসী কল্যাণ ব্যাংক বিনা জামানতে ঋণ প্রদান করে থাকে। প্রবাসী কল্যাণ ব্যাংক কর্তৃক বিভিন্ন ক্যাটাগরির ঋণ প্রদান করা হয়।

অভিবাসন ঋণঃ

প্রবাসীদের সহযোগিতা করার জন্য প্রবাসী কল্যাণ ব্যাংক অভিবাসন ঋণ প্রদান করে থাকে। যে সকল ব্যক্তি বৈধ উপায়ে বিদেশ যাওয়ার পরিকল্পনা মাফিক বৈধ ভাবে ভিসা এবং পাসপোর্ট এর অনুমোদন পেয়েছে তাদেরকে মূলত অভিবাসন ঋণ প্রদান করা হয়।

পুনর্বাসন ঋণঃ

যে সকল প্রবাসী বিদেশ থেকে ফিরে নিজ দেশে ফিরে আসার পর পর্যাপ্ত মূলধন না থাকার কারণে কর্মসংস্থান সৃষ্টি করতে পারে না প্রবাসী কল্যাণ ব্যাংক তাদেরকে পুনর্বাসন ঋণ প্রদান করে থাকে। মূলত যারা রাজনৈতিক ও সামাজিক অথবা নিয়োগ দাতা কর্তৃক হয়রানির শিকার হয়ে দেশে ফিরে আসেন তারা পুনর্বাসন ঋণের আওতাভুক্ত হয়ে থাকে।

বঙ্গবন্ধু অভিবাসী বৃহৎ পরিবার ঋণঃ

বাংলাদেশের যে সকল নাগরিক বৈধ ভিসায় বিভিন্ন কাজের উদ্দেশ্যে বিদেশ ভ্রমণ করে তার আয়ের উপর নির্ভরশীল দেশে থাকা পরিবারের সদস্য যেমন বাবা, মা, ভাই, বোন, দাদা, দাদি, স্ত্রী, সন্তান অথবা নিকটতম আত্মীয় বঙ্গবন্ধু অধিবাসী বৃহৎ পরিবার ঋণ প্রকল্পের আওতায় লোন গ্রহণ করতে পারবে।

প্রবাসী কল্যাণ ব্যাংক লোন অনলাইন আবেদন

বাংলাদেশ প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে লোন পেতে প্রথমে লোনের জন্য আবেদন করতে হবে। অনলাইনের মাধ্যমে সরাসরি প্রবাসী কল্যাণ ব্যাংকে লোনের জন্য আবেদন করা যায় না। তবে অনলাইন থেকে আবেদন ফরম সংগ্রহ করা যায়। এক্ষেত্রে অনলাইন থেকে আবেদন ফর্ম সংগ্রহ করে তা যথাযথ ভাবে পূরণ করে সরাসরি নিকটস্থ প্রবাসী কল্যাণ ব্যাংক শাখায় উপস্থিত হয়ে জমা দিয়ে আবেদন কার্যক্রম সম্পন্ন করতে হবে।

প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে অভিবাসন লোন নিতে কি কি লাগে

বাংলাদেশ প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে অভিবাসন লোন নিতে বেশ কিছু কাগজপত্রের প্রয়োজন পড়ে। এ সকল কাগজপত্র সঠিক এবং নির্ভুল ভাবে নিকটস্থ প্রবাসী কল্যাণ ব্যাংক শাখায় জমা দিতে হবে। কাগজপত্র সঠিক থাকলে ব্যাংক ম্যানেজার আপনার লোন গ্রহণের অনুমতি দিয়ে দেবেন।

  • জাতীয় পরিচয় পত্রের কপি ও নাগরিক সনদপত্র প্রয়োজন হতে পারে।
  • পাসপোর্ট সাইজের ৪ কপি ছবি ও প্রবাসী কল্যাণ ব্যাংক শাখায় একটি একাউন্ট।
  • দুইজন জামিনদার এবং তাদের যাবতীয় তথ্য এবং জামিনদারের স্বাক্ষর করা ব্যাংকের ৩টি চেকের পাতা।
  • ভিসা, পাসপোর্ট ও বিএমইটি কার্ডের কপি ইত্যাদি।

প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে পুনর্বাসন ঋণ নিতে কি কি লাগে

বাংলাদেশ প্রবাসী কল্যাণ ব্যাংকের পুনর্বাসন প্রকল্পের অধীনে ঋণ প্রদান করা হয়ে থাকে। পুনর্বাসন ঋণ প্রকল্পের অধীনে লোন তোলার জন্য জামিনদার সহ নির্ধারিত কিছু কাগজপত্র জমা দিতে হবে।

  • আবেদনকারীর জাতীয় পরিচয় পত্রের কপি ও পাসপোর্ট সাইজের ৩ কপি ছবি।
  • জমিদারের ভোটার আইডি কার্ডের কপি এবং ২ কপি পাসপোর্ট সাইজের ছবি।
  • আবেদনকারী ও জমীনদার এর পৌরসভা বা ইউনিয়ন কর্তৃক প্রাপ্ত নাগরিক সনদপত্র।
  • জামানত সম্পত্তির ডকুমেন্টস এর ফটোকপি ও ঋণ গৃহীতার স্বাক্ষর সহ তার ব্যাংক একাউন্টের ৩টি চেক পাতা।
  • বিদেশ থেকে প্রত্যাগমন সংক্রান্ত ডকুমেন্টস ও প্রকল্পের সকল তথ্য সহ গত ২ বছরের আয় ও ব্যয়ের বিবরণী।

বঙ্গবন্ধু অভিবাসী বৃহৎ পরিবার লোন গ্রহণের জন্য কি কি লাগে

বাংলাদেশ প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে অভিবাসী বৃহৎ পরিবার প্রকল্পের আওতায় লোন তোলার জন্য জাতীয় পরিচয় পত্র ফটোকপি এবং পাসপোর্ট সাইজের ৩ কপি ছবি সহ জামিনদারের ভোটার আইডি কার্ডের ফটো কপি এবং আনুষাঙ্গিক বেশ কিছু কাগজপত্র জমা দিতে হবে

প্রবাসী কল্যাণ ব্যাংক লোন পাওয়ার যোগ্যতা

বাংলাদেশ প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে সকল আবেদনকারী লোন নিতে পারে না। লোন পাওয়ার উপযুক্ত ব্যক্তিই কেবলমাত্র লোন তুলতে পারবেন। প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে লোন তুলতে অবশ্যই আবেদনকারীকে বাংলাদেশের নাগরিক ও বয়স ১৮ বা তার বেশি হতে হবে। এছাড়াও আবেদনকারী কে অন্য কোন ব্যাংক অথবা NGO এর সাথে ঋণ খেলাপির ইতিহাস মুক্ত হতে হবে।

আবেদনকারীর পক্ষে কমপক্ষে ২ জন জামিনদার থাকতে হবে এবং ঋণ পরিষদে জামিনদার কে আর্থিকভাবে সচ্ছল হতে হবে। এছাড়া অভিবাসন ঋণ পেতে আবেদনকারীর বিদেশ যাত্রার জন্য বৈধ ভিসা, পাসপোর্ট সহ আনুষাঙ্গিক কাগজপত্র থাকতে হবে।পুনর্বাসন ঋণ পাওয়ার জন্য ব্যবসায় বা প্রকল্পের ঠিকানা, উদ্দেশ্য সম্বলিত প্রতিবেদন জমা দিতে হবে।

প্রবাসী কল্যাণ ব্যাংক কত টাকা ঋণ প্রদান করে

বর্তমানে প্রবাসী কল্যাণ ব্যাংক বিনা জামানতে ও জামানত সহ লাখ লাখ টাকা ঋণ প্রদান করে থাকে। ঋণ প্রদানের ক্ষেত্রে প্রবাসী কল্যাণ ব্যাংক অভিবাসন প্রকল্পের আওতায় সর্বোচ্চ তিন বছর মেয়াদে ৩ লাখ টাকা পর্যন্ত ঋণ প্রদান করে থাকে। এছাড়াও পুনর্বাসন ঋণ প্রকল্পের আওতায় সর্বোচ্চ ১০ বছর মেয়াদে ৫০ লাখ টাকা পর্যন্ত ঋণ সুবিধা প্রদান করা হয়।

অপরদিকে বঙ্গবন্ধু অভিবাসী বৃহৎ পরিবার ঋণ প্রকল্পের আওতায় প্রবাসী ব্যক্তির পরিবারের সদস্যদেরকে জামানত বিহীন সর্বোচ্চ ৩ লাখ টাকা এবং জামানত সহ ১০ বছর মেয়াদে সর্বোচ্চ ৫০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হয়। ২০২০ সালে করোনা মহামারীর পর বিশেষ পুনর্বাসন ঋণ সুবিধা চালু করা। এই প্রকল্পের আওতায় জামানত বিহীন ৩ বছর মেয়াদে সর্বোচ্চ ৩ লাখ টাকা এবং জামানত সহ ৫০ লাখ টাকা পর্যন্ত ঋণ সুবিধা প্রদান করা হয়।

প্রবাসী কল্যাণ ব্যাংক লোন সুবিধা

বাংলাদেশ ব্যাংক সহ বাংলাদেশের সকল ব্যাংক প্রতিষ্ঠানের ন্যায় প্রবাসী কল্যাণ ব্যাংকের একাধিক সুযোগ সুবিধা রয়েছে। প্রবাসী কল্যাণ ব্যাংকের সুবিধা গুলোর মধ্যে উল্লেখযোগ্য হল সহজ শর্তে ঋণ সেবা পাওয়া যায় এবং সুদের হার অন্যান্য বাণিজ্যিক ব্যাংকের তুলনায় কম। এছাড়া চাকরি বা কাজের জন্য বিদেশ যাওয়ার ক্ষেত্রে আর্থিক সহযোগিতা প্রদান করা সহ জামানত বিহীন ঋণ সেবা প্রদান করে থাকে।

অন্যান্য ব্যাংকের তুলনায় প্রবাসী কল্যাণ ব্যাংক ঋণ পরিষদের জন্য পর্যাপ্ত সময় দেয় এবং জামানতযুক্ত বড় অংকের ঋণ সুবিধা প্রদান করে। এছাড়া কোন প্রবাসী প্রবাসে থাকাকালীন সমস্যায় পড়লে তা থেকে মুক্তির জন্য লোন প্রদান করা সহ প্রবাসীদের দেশে ফিরে কর্মসংস্থান তৈরি করার ক্ষেত্রেও প্রবাসী কল্যাণ ব্যাংক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।

প্রবাসী কল্যাণ ব্যাংক একটি ব্যাংকিং প্রতিষ্ঠান যেখানে প্রবাসীদের অধিকারের কথা চিন্তা করে বিভিন্ন ক্যাটাগরির ঋণ প্রদান করা হয়ে থাকে। প্রবাসী কল্যাণ ব্যাংক প্রতিষ্ঠান থেকে ঋণ নিলে ঋণ খেলাপি হওয়ার সম্ভাবনা কম। যার পরে প্রেক্ষিতে বর্তমানে প্রবাসীরা এই প্রবাসী কল্যাণ ব্যাংক প্রতিষ্ঠানের সাথে নিশ্চিন্তে লেনদেন করতে পারছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top