জর্ডানের টাকার রেট প্রতিদিনই পরিবর্তন হয়। এবং জর্ডানের টাকার রেট আমরা প্রতিদিনই কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী আপডেট করে থাকি। তবে সর্বশেষ তথ্য অনুযায়ী আজকের জর্ডানের টাকার রেট বাংলাদেশী মূল্যে ১৫৫ টাকা ৯০ পয়সা।
আর বাংলাদেশের অনেক নাগরিক জর্ডানে প্রবাসী হিসেবে বসবাস করছেন। এবং তাদের উপার্জিত কষ্টের টাকা বাংলাদেশের বিভিন্ন ব্যাংকের মাধ্যমে পাঠিয়ে থাকেন। তবে প্রতিদিনই এ দেশের টাকার রেট ব্যাংক কর্তৃক পরিবর্তিত হয়। যেহেতু এদেশের অর্থনৈতিক অবস্থা বিভিন্ন বিষয়ের উপর নির্ভর করে।
আর জর্ডানের ভূপ্রকৃতি ঊষর মরুভূমিময়। এবং প্রাকৃতিক সম্পদের পরিমাণও কম। তবে মধ্যপ্রাচ্যের ইতিহাসে দেশটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। প্রথম বিশ্বযুদ্ধের পূর্বে দেশটি উসমানীয় সাম্রাজ্য এর অংশ ছিল। এবং পরবর্তীতে এদেশের অর্থনৈতিক অবস্থা ধাপে ধাপে হ্রাস পায় এবং বৃদ্ধি পায়।
জর্ডান টাকার রেট
জর্ডানের কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী আজকের জর্ডান ১ দিনারের পরিবর্তে আপনি বাংলাদেশি টাকায় পাবেন ১৫৫ টাকা ৯০ পয়সা। জর্ডানের এ মুদ্রার রেট বিশ্বের বেশ কয়েকটি মুদ্রা থেকে অনেক বেশি শক্তিশালী। এমন কি বর্তমানে ডলার মুদ্রার থেকেও জর্ডানের মুদ্রা অনেক পাওয়ারফুল।
যেখানে আজকের ডলারের রেট ১০৯ টাকা ৯৭ পয়সা। সেখানে ডলার মুদ্রার থেকেও জর্ডানের আজকের টাকার রেট ১৫৫ টাকা ৯০ পয়সা। এছাড়া বাংলাদেশি সকল প্রবাসীদের জন্য জর্ডানের ১০০ টাকা, ৫০০ টাকা সমান কত টাকা জেনে রাখা অধিক গুরুত্বপূর্ণ।
জর্ডান মুদ্রার নাম কি
জর্ডানের মুদ্রাকে জর্দানিয়ান দিনার বলা হয়। এবং এই জর্ডানের মুদ্রা ১৯৫০ সাল থেকে প্রচলিত। আর জর্ডানের সেন্ট্রাল ব্যাংক 1959 সালে প্রতিষ্ঠিত হয় এবং 1964 সালে নোট উৎপাদনের দায়িত্ব নেয়। এবং এই জর্দানিয়ান দিনারের কয়েন হিসেবে প্রচলিত রয়েছে 1, 5, 10 পিয়াস্ট্রেস/কিরশ, 1 ⁄ 4 , 1 ⁄ 2 দিনার।
এছাড়াও এই মুদ্রায় 1, 5, 10, 20, 50 দিনার অর্থাৎ নোট পেয়ে যাবেন। এবং এই জর্ডানিয়ার মুদ্রার কোড হচ্ছে
JOD। এবং এদেশের মুদ্রায় প্রতীক হিসেবে এটি (د.أ) ব্যবহৃত হয়।
জর্ডানের অর্থনৈতিক অবস্থা কেমন?
বর্তমানে জর্ডানের টাকার মান অন্যান্য দেশে থেকে অনেক বেশি রয়েছে। আর এই টাকার মান জেনে নেওয়াতেই বোঝা যায় জর্ডানের অর্থনৈতিক অবস্থা বর্তমানে কেমন। জর্ডান অর্থনৈতিক দিক থেকে খুবই শক্তিশালী একটি দেশ।
আরো পর্যালোচনা করলে জানা যায় জর্ডানের অর্থনীতি একটি উদীয়মান বাজার অর্থনীতি হিসাবে শ্রেণীবদ্ধ। এবং ১৯৭০-এর দশকে 351% বৃদ্ধি পায়, ১৯৮০-এর দশকে 30% হ্রাস পায় এবং ১৯৯০-এর দশকে 36% বৃদ্ধি পায়। এক কথায় পরবর্তীতে জর্ডানের অর্থনৈতিক অবস্থা বৃদ্ধি পাওয়াতে দারিদ্র্য দারিদ্র বেকারত্বের অবনতি ঘটে।
আর ২০১৯ সালের হিসাবে, জর্ডানের জিডিপি US$44.4 বিলিয়ন। যা এটি বিশ্বব্যাপী ৮৯ তম স্থানে রয়েছে। এছাড়াও একটি দেশের অর্থনৈতিক অবস্থা কেমন তা বিভিন্ন বিষয়ের উপর নির্ভর করে। আর একটি দেশের টাকার মান পর্যালোচনা করলেই অর্থনৈতিক অবস্থা সম্পর্কে কিছুটা অবগত হওয়া যায়।
জর্ডান এর টাকার মান
এই জর্ডান একটি উদীয়মান জ্ঞান অর্থনীতির দেশ। এমনকি প্রায় সকল দিক থেকেই অর্থনৈতিকভাবে অনেক বেশি শক্তিশালী। বর্তমানে জর্ডানের টাকার রেট হচ্ছে ১৫৪ টাকা ৯০ পয়সা। তবে প্রতিদিনই জর্ডানের টাকার মান 5 পয়সা 10 পয়সা করে হ্রাস এবং বৃদ্ধি পায়। যে সকল প্রবাসী বাংলাদেশে বিভিন্ন মাধ্যমে টাকা পাঠাতে চাচ্ছেন। তারা অবশ্যই সর্বশেষ জর্ডানের টাকার মান জেনে রাখবেন।
জর্ডান দিনার থেকে বাংলাদেশ টাকা বিনিময় হার
জর্ডান দিনার কে সংক্ষেপে JOD বলা হয়। এবং বাংলাদেশী টাকাকে সংক্ষেপে BDT বলা হয়। বাংলাদেশী মুদ্রা আর জর্ডানের মুদ্রার বিনিময় হার জানতে হলে দুটি দেশের টাকার রেটের পার্থক্য জানতে হবে। যেমন জর্ডানের ১ দিনার সমান বাংলাদেশের কত টাকা।
এছাড়াও উদাহরণস্বরূপ ৫ দিনার, ১০ দিনার, এমনকি ১০০ থেকে ৫০০ দিনার পর্যন্ত জেনে রাখা উচিত। আর জর্ডানের টাকার মান প্রতিদিনই পরিবর্তন হয়ে থাকে। তাই যে কোন সময় টাকা এক্সচেঞ্জ করার পূর্বে বর্তমান জর্ডানের টাকার বিনিময় হার সম্পর্কে জেনে রাখা উচিত। যেমনঃ
জর্দানিয়ান দিনার | বাংলাদেশী টাকা |
জর্ডানের ১ টাকা | ১৫৪.৯০ টাকা। |
জর্ডানের ৫ টাকা | ৭৭৪.৫০ টাকা। |
জর্ডানের ১০ টাকা | ১৫৪৯.০০ টাকা। |
জর্ডানের ২০ টাকা | ৩০৯৮.০০ টাকা। |
জর্ডানের ৫০ টাকা | ৭৭৪৫.০০ টাকা। |
জর্ডানের ১০০ টাকা | ১৫ হাজার ৪৯০ টাকা। |
জর্ডানের ২৫০ টাকা | ৩৮৭২৫.০২ টাকা। |
জর্ডানের ৫০০ টাকা | ৭৭৪৫০.০৩ টাকা। |
জর্ডানের ১ টাকা বাংলাদেশের কত টাকা
ব্যাংকিং পদ্ধতিতে জর্ডান থেকে বাংলাদেশে টাকা পাঠাতে পারবেন। এমনকি বিভিন্ন মাধ্যম রয়েছে, যা আপনি ব্যবহার করে বাংলাদেশে টাকা পাঠাতে পারেন। এক্ষেত্রে ব্যাংক সিস্টেম থেকে শুরু করে বিকাশ নগদের মাধ্যমে বিভিন্ন রেটে থাকে। যেমন ব্যাংকের মাধ্যমে জর্ডানের ১ টাকা সমান বাংলাদেশের ১৫৪ টাকা ৯০ পয়সা।
তেমনি বিভিন্ন এজেন্সিদের মাধ্যমে টাকা লেনদেন করলে ১ থেকে ২ পার্সেন্ট টাকা বেশি অথবা কম হতে পারে। তবে বিকাশ বা নগদের মাধ্যমে টাকা লেনদেন করলে এক্ষেত্রে ব্যাংক করতে নির্ধারিত টাকার থেকে আপনি কোন টাকা পেতে পারেন। তাই কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ টাকার রেট অনুযায়ী জর্ডানের ১ টাকা সমান ১৫৪ টাকা ৯০ পয়সা।
জর্ডানের ১০০ টাকা বাংলাদেশের কত টাকা
বাংলাদেশী মুদ্রায় ১৫ হাজার ৪৯০ টাকার বিনিময়ে জর্ডানের ১০০ টাকা এক্সচেঞ্জ করতে পারবেন। তবে এ রেট প্রতিনিয়ত পরিবর্তন হয়। তাই যে সকল প্রবাসী জর্ডানের ১০০ দিনার বাংলাদেশের টাকায় এক্সচেঞ্জ করে পাঠাতে চাচ্ছেন। তারা অবশ্যই যে কোন এজেন্সি বা ব্যাংক এর কাছ থেকে সঠিক এবং সর্বশেষ টাকার মান জেনে নিবেন।
জর্দানিয়ান দিনার | বাংলাদেশী টাকা |
জর্ডানের ১০০ টাকা | ১৫ হাজার ৪৯০ টাকা। |
এদেশে টাকার মান প্রতিনিয়ত পরিবর্তন হয়। তাই যে সকল বাংলাদেশী নাগরিক জর্ডানে বসবাস করছেন। তারা অবশ্যই টাকা পাঠানোর পূর্বে সর্বশেষ আপডেট টাকার মান জেনে নিবেন। তা না হলে টাকা পাঠানোর ক্ষেত্রে আপনি প্রতারিত হতে পারেন। কেননা অনেক এজেন্সি রয়েছেন, যারা সঠিক টাকার রেট থেকে কিছুটা কম দিয়ে থাকেন।
আরও দেখুনঃ
বাহরাইন টাকার রেট বাংলাদেশ ২০২৪
মালয়েশিয়া ১ সেন বাংলাদেশের কত টাকা ২০২৪
পিক বাংলা ডট কম হলো বিভিন্ন ধরনের ছবি সংগ্রহের ওয়েবসাইট। এখানে আমরা বিভিন্ন মাদ্ধম থেকে সংগ্রহকৃত সুন্দর সুন্দর এইচডি ছবি শেয়ার করে থাকি।