মালয়েশিয়া ১ সেন বাংলাদেশের কত টাকা ২০২৪

প্রতিনিয়ত বিভিন্ন কারণে মালয়েশিয়ার টাকার রেট পরিবর্তন হয়। এছাড়াও আন্তর্জাতিক মুদ্রার ডলার অনুযায়ী মালয়েশিয়ার মুদ্রার মান কম বেশি হয়ে থাকে। সর্বশেষ ঘোষিত মালয়েশিয়ার এক রিংগিতের বিনিময়ে বাংলাদেশে ২৪ টাকা ৮২ পয়সা পাওয়া যায়।

আর উন্নত জীবিকার উদ্দেশ্যে বাংলাদেশ থেকে প্রতিবছর বহু মানুষ মালয়েশিয়া পৌঁছে যাচ্ছেন। এবং প্রতি মাসে তারা হাজার হাজার এবং লাখ লাখ টাকা উপার্জন করে বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছেন। তাই বাংলাদেশে টাকা পাঠানোর পূর্বে সকল প্রবাসী ভাইয়েরা মালয়েশিয়া এবং বাংলাদেশের টাকার পার্থক্য জানতে চান।

অনেকেই সহজে হিসাব করার উদ্দেশ্যে মালয়েশিয়ার এক রিঙ্গিত সমান বাংলাদেশের কত টাকা জানতে চান। আবার অনেকেই জানতে চান মালয়েশিয়া ১ সেন বাংলাদেশের কত টাকা। তাই আজকের আলোচনায় বাংলাদেশ এবং মালয়েশিয়ার টাকার পার্থক্য বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে।

মালেশিয়ার ১ সেন বাংলাদেশের কত টাকা

প্রতিদিনই মালয়েশিয়ার টাকার রেট পরিবর্তন হয়। মালয়েশিয়ায় অবস্থিত বাংলাদেশী সকল প্রবাসী নাগরিক ভাইদের জন্য প্রতিদিনের এক্সচেঞ্জ রেট সম্পর্কে জেনে রাখা অনেক বেশি গুরুত্বপূর্ণ। সর্বশেষ তথ্য অনুযায়ী মালয়েশিয়ার এক রিংগিত সমান বাংলাদেশের টাকায় ২৪ টাকা ৮২ পয়সা পেয়ে যাবেন।

তবে মালেশিয়ার এক সেন সমান বাংলাদেশি মূল্যে অনেক কম। তাই অনেকেই অনলাইনে মালেশিয়ার ১ সেন বাংলাদেশের কত টাকা জানতে চান। শুধুমাত্র তাদের জন্য মালেশিয়ার ১ সেন সমান বাংলাদেশের কত টাকা বিস্তারিত আজকের আলোচনায় উল্লেখ করা হয়েছে। পাশাপাশি বাংলাদেশ এবং মালয়েশিয়ার টাকার রেট সম্পর্কে বিস্তারিত উল্লেখ করা হয়েছে।

মালয়েশিয়া টাকার রেট কত

বর্তমানে মালয়েশিয়ার এক সেন সমান বাংলাদেশের ০.২৩ টাকা। এবং মালয়েশিয়ার সর্বশেষ টাকার রেট অনুযায়ী এক রিঙ্গিত সমান ২৪ টাকা ৮২ পয়সা। যেখানে গত মাসেও সর্বোচ্চ মালয়েশিয়ার টাকার রেট ছিল ২৩ টাকা ০৪ পয়সা। মালয়েশিয়ার টাকার মান পরিবর্তনশীল। তাই কোন প্রবাসী যদি মালয়েশিয়া থেকে টাকা পাঠাতে চান এক্ষেত্রে অবশ্যই টাকা পাঠানোর পূর্বে সঠিক টাকার রেট সম্পর্কে জেনে নিবেন।

মালয়েশিয়া ২০ সেন্ট কয়েনের বতর্মানে মূল্য কত?

১ সেন সমান বাংলাদেশের ০.২৩ টাকা। অতএব মালয়েশিয়ায় যারা খুচরো হিসেবে কেনাকাটা করে থাকেন। ছোট ছোট পণ্য ক্রয় করে থাকেন, তাদের মালয়েশিয়ায় পয়সা হিসেবে সেন ব্যবহার করতে হয়। এক্ষেত্রে ২০ সেন কয়েন এর বর্তমান মূল্য বাংলাদেশি টাকায় ৪ টাকা ৫৮ পয়সা। তবে এ টাকার মান যে কোন সময় পরিবর্তন হতে পারে। কারণ মালয়েশিয়ার বিভিন্ন কয়েনের সেন এর মান সাল অনুযায়ী দাম হয়ে থাকে।

মালয়েশিয়া ১ ডলার বাংলাদেশের কত টাকা

বর্তমানে ১ ডলারের মূল্য ১০৯ টাকা ৭৯ পয়সা। তবে ০.২১ ডলারের বিনিময়ে আপনি বর্তমানে মালয়েশিয়ার এক রিংগিত পেয়ে যাবেন। অর্থাৎ মালয়েশিয়ার ১ রিঙ্গিত সমান বাংলাদেশের ২২ টাকা ৯২ পয়সা। যারা প্রতি মাসে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা বাংলাদেশে পাঠিয়ে থাকেন। তারা অবশ্যই প্রতি মাসেই নতুন করে মালয়েশিয়া এবং বাংলাদেশের টাকার মান আপডেট জেনে নেবেন।

তবে টাকা পাঠানোর পূর্বে অবশ্যই অনলাইনে না জেনে বিভিন্ন এজেন্সির কাছে ফোন করে জেনে নিন তাদের বর্তমান রেট সম্পর্কে। তবে অনলাইনে ২২ টাকা ৮৮পয়সা মালয়েশিয়া এবং বাংলাদেশের টাকার পার্থক্য হলেও বিভিন্ন ধরনের এজেন্সি রয়েছে যারা একটু বেশি দামে টাকা এক্সচেঞ্জ করে দিয়ে থাকেন।

মালয়েশিয়ার ১ টাকা বাংলাদেশের কত টাকা ২০২৪

বাংলাদেশের মুদ্রার নাম হচ্ছে টাকা। এবং মালয়েশিয়ার মুদ্রার নাম হচ্ছে রিঙ্গিত। এক্ষেত্রে পর্যায়ক্রমে অনেকেই অনলাইনে ১ রিংগিত সমান কত টাকা, আবার ১০ রিংগিত ,২০ রিংগিত সমান কত টাকা লিখে অনুসন্ধান করে থাকেন। যেহেতু প্রতিনিয়ত মালয়েশিয়ার টাকার মান পরিবর্তন হয়।

তাই প্রতিবার টাকা এক্সচেঞ্জ করার সময় সঠিক টাকার রেট জেনে রাখা অনেক বেশি গুরুত্বপূর্ণ। অতএব মালয়েশিয়ার এক টাকা সমান বাংলাদেশের ২৪ টাকা ৮২ পয়সা। যেখানে গত পাঁচ বছর পূর্বে মালয়েশিয়া টাকার রেট ছিল ১৮ টাকা ১৯ টাকা। যা পর্যায়ক্রমে মালয়েশিয়ার টাকার রেট বৃদ্ধি পেয়েছে।

আজকের মালয়েশিয়ার রিংগিত রেট কত

বাংলাদেশের অনেক প্রবাসী যারা প্রতি মাসে বাংলাদেশি টাকা ৪৫ হাজার থেকে পঞ্চাশ হাজার টাকা। উপার্জন করছেন এবং প্রতি মাসেই বেশিরভাগই টাকা বিভিন্ন ব্যাংকের মাধ্যমে বাংলাদেশে পাঠিয়ে দিয়ে থাকেন। এক্ষেত্রে প্রতি মাসে ব্যাংকের রেট এবং মালয়েশিয়া টাকার রেট পরিবর্তন হয়।

যেহেতু অনেকেই ১৫০০ এবং ২০০০ রিঙ্গিত প্রতি মাসে বেতন পেয়ে বাংলাদেশের টাকা পাঠিয়ে থাকেন। তাই অত্যন্ত গুরুত্বের সাথে টাকার রেট জেনে নিয়ে একচেঞ্জ করা অনেক বেশি গুরুত্বপূর্ণ। অর্থাৎ আজ সর্বশেষ আপডেট টাকার রেট ২৪ টাকা ৮২ পয়সা। গতকালকে এই টাকার রেট ছিল ২২ টাকা ৯৯ পয়সা। পরবর্তীতে আজকের টাকার রেট পরিবর্তন হতে পারে।

মালয়েশিয়া ১০০ টাকা বাংলাদেশের কত টাকা

২২৮৭.৭৮ পয়সার বিনিময়ে বর্তমানে মালয়েশিয়ার ১০০ রিঙ্গিত পেয়ে যাবেন। অর্থাৎ ১০০ রিঙ্গিত এর এক্সচেঞ্জ রেট বাংলাদেশী টাকায় ২২৮৭ টাকা ৭৮ পয়সা পাবেন। অনেক বাংলাদেশি প্রবাসী রয়েছেন যারা ২ দিন ও ৩ দিনে ১০০ রিঙ্গিত উপার্জন করে থাকেন। অতএব মালয়েশিয়ার ১০০ টাকা সমান বাংলাদেশের ২২৮৭.৭৮ টাকা।

মালয়েশিয়ার রিংগিত টু বাংলাদেশি টাকা

যারা মালয়েশিয়ার ১ রিংগিত সমান বাংলাদেশের কত টাকা, মালেশিয়ার ১০ রিংগিত, ১৫ রিংগিত, ২০ রিংগিত সমান বাংলাদেশের কত টাকা জানতে চাচ্ছেন। তারা নিচ থেকে এ বছরের সর্বশেষ মালয়েশিয়ার রিংগিত টু বাংলাদেশি টাকার একটি পার্থক্য দেখে নিন।

মালয়েশিয়ার রিংগিতবাংলাদেশি টাকা
১ রিংগিত২৪.৮২ টাকা
১০ রিংগিত২২৮.৭৬ টাকা
২০ রিংগিত৪৫৭.৫৬ টাকা
৫০ রিংগিত১১৪৩.৮৯ টাকা
১০০ রিংগিত২২৮৭.৭৮ টাকা
৫০০ রিংগিত১১8৩৮.৯২ টাকা
১০০০ রিংগিত২২৮৭৭.৮৪ টাকা

শেষ কথা

আশা করতেছি ইতিমধ্যে আজকের এই আলোচনা থেকে আপনারা মালয়েশিয়া ১ সেন বাংলাদেশের কত টাকা এবং মালয়েশিয়ার এক টাকা সমান বাংলাদেশের কত টাকা তা বিস্তারিত জানতে পেরেছেন। আর এই পোস্ট আপনার কাছে উপকৃত মনে হলে অন্যদের কাছে শেয়ার করুন। ধন্যবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top