জন্ম নিবন্ধন সংশোধন করতে কত টাকা লাগে ২০২৪

জন্ম নিবন্ধন সনদে আপনার কোনরকম তথ্য ভুল হয়ে থাকলে চিন্তার কিছু নেই। জন্ম নিবন্ধন সনদ সংশোধন আবেদনের মাধ্যমে মাত্র ৩ থেকে সর্বোচ্চ ৫ দিনের মধ্যে সংশোধন করে নিতে পারেন। এক্ষেত্রে জন্ম নিবন্ধন তৈরি করার সময় একজন নিবন্ধনকারীর নাম, তার পিতা মাতার নাম, জন্ম তারিখ সহ আরো গুরুত্বপূর্ণ কিছু তথ্য ভুল হতে পারে।

তবে সংশোধন আবেদন করে খুব সহজেই ৫০ টাকা এবং সর্বোচ্চ ১ টাকা প্রদানের মাধ্যমে তার সংশোধন করা যায়। যেমন অনলাইন জন্ম নিবন্ধন সনদের জন্মতারিখ পরিবর্তন করতে ১০০ টাকা ও জন্ম তারিখ তথ্য সংশোধন করতে ৫০ টাকা ফি। এবং ঠিকানা ও অন্যান্য তথ্য সংশোধন ফি ৫০ টাকা প্রদান করতে হয়।

জন্ম নিবন্ধন কি ও কেন করা হয়

একটি শিশুর জন্মের পর দেশের সরকারি আইনগত ভাবে জন্ম নিবন্ধনের মাধ্যমে সরকারি খাতায় নাম লেখাটাই হচ্ছে জন্ম নিবন্ধন। একজন শিশুর জন্মস্থান কোথায়, আইনগত ভাবে বহির্বিশ্বের চোখে একটি শিশু কোন দেশের ও কোন স্থানের নাগরিক তার প্রমানপত্র হিসেবেই তৈরি করা হয় জন্ম নিবন্ধন।

অর্থাৎ একটি শিশুর নাম ও জাতীয়তা নিশ্চিত করার প্রথম ধাপ হচ্ছে এই জন্ম নিবন্ধন। এবং পরবর্তীতে এই জন্ম নিবন্ধন দিয়েই জাতীয় পরিচয় পত্রের আবেদন করা হয়। অতএব জন্ম নিবন্ধন ছাড়া কখনোই একজন ব্যাক্তি একটি দেশের নাগরিকত্ব লাভ করতে পারবে না।

জন্ম নিবন্ধন সংশোধন করতে কত টাকা লাগে

পাঁচ বছরের কম বয়সী শিশুদেরকে ২৫ টাকা দিয়ে জন্ম নিবন্ধন আবেদন করতে হয়। এবং ৫ বছরের বেশি বয়সের শিশু ও ব্যক্তিদের কে ৫০ টাকা প্রদান করে জন্ম নিবন্ধন নিবেদন করতে হয়। তবে জন্ম নিবন্ধনে কোন তথ্য ভুল হয়ে থাকলে তা সংশোধন করতেও নির্ধারিত ফি এর মাধ্যমে সংশোধন আবেদন করতে হয়।

আর জন্ম নিবন্ধন সংশোধন করতে কত টাকা লাগে তা সম্পূর্ণ নির্ভর করে আপনার জন্ম নিবন্ধনের কোন তথ্যটি ভুল হয়েছে। অর্থাৎ জন্ম নিবন্ধন সনদ সংশোধনের ধরন অনুযায়ী সংশোধন ফি নির্ধারিত। মোটকথা, সংশোধন ফি সম্পর্কে সঠিক তথ্য না জানা থাকলে প্রতারণার শিকার হতে পারেন। এবং নির্ধারিত ফি থেকে বেশি টাকা আপনার কাছ থেকে আদায় করতে পারে। যেমনঃ

জন্ম তারিখ সংশোধন ফি১০০ টাকা
নাম, পিতা-মাতার নাম, ঠিকানা ও অন্যান্য তথ্য সংশোধন৫০ টাকা
তথ্য সংশোধনের পর বাংলা ও ইংরেজিতে জন্ম নিবন্ধন সনদের কপিবিনা ফিসে

জন্ম নিবন্ধন সংশোধন অনলাইন

আপনার জন্ম নিবন্ধন সনদের কোন তথ্য ভুল হওয়া কোনো অনাকাঙ্ক্ষিত সমস্যা নয়। ভুল তথ্য সাবমিট এবং টাইপিং মিসটেকের কারণে জন্ম নিবন্ধনের বিভিন্ন তথ্য ভুল হয়ে থাকে। কোন সার্টিফিকেট তৈরি, পাসপোর্ট তৈরি অথবা জাতীয় পরিচয় পত্র তৈরি করার জন্য জন্ম নিবন্ধন সনদের প্রয়োজন হয়।

আর জন্ম নিবন্ধন সনদে কোন তথ্য ভুল হয়ে থাকলে, সেই ভুল তথ্য অনুযায়ী আপনার জাতীয় পরিচয় পত্র, সার্টিফিকেট অথবা পাসপোর্ট তৈরি হতে পারে। তাই অতি দ্রুত অনলাইনে আবেদন করে জন্ম নিবন্ধন সনদ সংশোধন করে নিন। এবং সঠিক জন্ম নিবন্ধন সনদ সংশোধন ফি জানুন এবং অনলাইনে আবেদন করুন।

সংশোধনের ধরণদেশেবিদেশে
তথ্য সংশোধনের জন্য ফি১০০ টাকা২ ডলার
জন্ম তারিখ ব্যতীত শুধুমাত্র নাম, পিতার নাম, মাতার নাম, ঠিকানা ইত্যাদি ও অন্যান্য তথ্য সংশোধনের জন্য৫০ টাকা১ ডলার
বাংলা ও ইংরেজি উভয় ভাষায় মূল সনদ বা তথ্য সংশোধনের পর সনদের কপি সরবরাহবিনা ফিসেবিনা ফিসে
বাংলা ও ইংরেজি উভয় ভাষায় সনদের নকল সরবরাহ৫০ টাকা১ ডলার

জন্ম নিবন্ধন সংশোধন করার নিয়ম

সবার পূর্বে জন্ম নিবন্ধন সংশোধন করার জন্য ( https://bdris.gov.bd/br/correction) এই ওয়েবসাইট প্রবেশ করতে হবে। প্রবেশ করার পর আপনার জামান নিবন্ধন সনদের ১৬ ডিজিট নম্বর এবং জন্ম তারিখ দিয়ে লগইন করতে হবে। ক্ষেত্রে আপনার কোন তথ্য ভুল হয়েছে সে তথ্য অনুযায়ী সংশোধন করার নিয়ম আলাদা আলাদা হতে পারে।

যেমনঃ নাম, জন্ম তারিখ ও পিতা-মাতার নাম ভুল হয়ে থাকলে জাতীয় পরিচয় পত্র, শিক্ষাগত যোগ্যতার সনদ, পাসপোর্টের কপি, পিতা-মাতার জন্ম নিবন্ধন বা জাতীয় পরিচয়পত্র, টিকা কার্ড/ হাসপাতালের সনদ পত্রের প্রয়োজন হবে।

এছাড়াও প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে জন্ম নিবন্ধন সনদের শুধুমাত্র দিন এবং মাস সংশোধন করতে পারবেন। তবে শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট, জাতীয় পরিচয় পত্র অনুযায়ী জন্ম নিবন্ধন এর বয়স, বছর সংশোধন করতে পারবেন না। অর্থাৎ আপনার যে তথ্যই ভুল হয়ে থাকুক। প্রতিবার একই নিয়মে আবেদন করতে হবে।

জন্ম নিবন্ধন সংশোধনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র

নিজের নাম, পিতামাতার নাম, ঠিকানা ও জন্ম তারিখ সংশোধনের জন্য আলাদা আলাদা কাগজপত্রের প্রয়োজন হয়। অর্থাৎ আপনার জন্ম নিবন্ধনের ভুলের ধরনের উপর ভিত্তি করে বিভিন্ন প্রকার কাগজপত্রের প্রয়োজন পড়ে। এক্ষেত্রে জন্ম নিবন্ধন সনদ সংশোধন করতে যেসকল প্রয়োজনের কাগজপত্র লাগে তা হচ্ছেঃ

সংশোধিত তথ্যপ্রয়োজনীয় কাগজপত্র
নাম, জন্ম তারিখ ও পিতা-মাতার নাম
জাতীয় পরিচয় পত্র
শিক্ষাগত যোগ্যতার সনদ
পাসপোর্টের কপি
পিতা-মাতার জন্ম নিবন্ধন বা জাতীয় পরিচয়পত্র
টিকা কার্ড/ হাসপাতালের সনদ
স্থায়ী ঠিকানা পরিবর্তন
কাউন্সিলর বা চেয়ারম্যানের প্রত্যয়নপত্র
স্থায়ী ঠিকানার হালনাগাদ কর পরিশোধের রসিদ
বর্তমান ঠিকানা পরিবর্তন
বিদ্যুৎ/ ইউটিলিটি বিলের কপি

জন্ম নিবন্ধন সংশোধন করতে কত দিন লাগে

আপনার জন্ম নিবন্ধন সংশোধন করতে প্রয়োজনীয় কাগজপত্র সঠিক থাকলে। এবং নির্ধারিত সময় ফি প্রদান করলে ১০ থেকে ১৫ দিনের মধ্যে আপনার জন্ম নিবন্ধন সংশোধন প্রক্রিয়া সম্পন্ন হয়ে যাবে। আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছেঃ আপনি আপনার জন্ম নিবন্ধন সনদ মোট চারবার সংশোধন করার সুযোগ পাবেন। তাই সাবধানতার সঙ্গে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে জন্ম নিবন্ধন সংশোধন করুন।

বাংলাদেশের প্রতিটা নাগরিকের জন্য জন্ম নিবন্ধন সনদ অতি গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয়। জন্ম নিবন্ধন সনদের মাধ্যমেই একজন ব্যক্তি বাংলাদেশী নাগরিক হওয়ার সুযোগ পেয়ে থাকেন। তাই আপনার এলাকার ইউনিয়ন পরিষদ থেকে অনলাইনে নির্ধারিত ফি পরিশোধ করে জন্ম নিবন্ধন সনদ সংশোধন করুন এবং জন্ম নিবন্ধন তৈরি করুন।

আরও দেখুনঃ

পাসপোর্ট করতে কত টাকা লাগে ২০২৪

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top