পাসপোর্ট করতে কত টাকা লাগে ২০২৪

সরকার নির্ধারিত পাসপোর্ট ফি আপনি অনলাইনেই পরিশোধ করতে পারবেন। অনেকেই একদম নতুন এবং প্রথম পাসপোর্ট করার সময় প্রতারিত হয়ে থাকেন। কারণ সর্বপ্রথম পাসপোর্ট তৈরি করার সময় অনেকেই জানেন না যে পাসপোর্ট তৈরি করতে কত টাকা লাগে। আর এই পাসপোর্ট একজন নাগরিকের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ।

বিদেশে ভ্রমণ এবং সরকারি সকল ধরনের কাজে পাসপোর্ট অনেক বেশি গুরুত্বপূর্ণ। আপনি চাইলে ঘরে বসে নিজেই আবেদন করতে পারেন। এবং আবেদন করতে যত টাকা ফি নির্ধারিত তা নিজেই পরিশোধ করতে পারবেন। এখানে উল্লেখ্য যে আপনি ৫ বছর এবং ১০ বছর মেয়াদী পাসপোর্ট তৈরি করতে পারবেন।

আর ৫ বছর মেয়াদি ৪৮ পৃষ্ঠার পাসপোর্ট ফি ৪,০২৫ টাকা। এবং ৫ বছর মেয়াদি ৬৪ পৃষ্ঠার পাসপোর্ট ফি ৬,৩২৫ টাকা। আবার ১০ বছর মেয়াদি ৪৮ পৃষ্ঠার পাসপোর্ট ফি ৫,৭৫০ টাকা। ১০ বছর মেয়াদি ৬৪ পৃষ্ঠার পাসপোর্ট ফি ৮,০৫০ টাকা। অতএব পাসপোর্ট করতে কত টাকা লাগে, এবং পাসপোর্ট রিনিউ ফি কত টাকা তা বিস্তারিত জানতে এই পোস্ট সম্পূর্ণ পড়ুন।

পাসপোর্ট করতে কত টাকা লাগে

অনলাইনে অ্যাকাউন্ট খুলে নিজে নিজে পাসপোর্ট করার জন্য আবেদন করা যায়। তবে আবেদন করার জন্য অবশ্যই আপনাকে এই( https://www.epassport.gov.bd/landing) ওয়েবসাইট প্রবেশ করতে হবে। তবে পাসপোর্ট আবেদনের জন্য আপনাকে কয়েকটি ধাপ অনুসরণ করতে হবে। যদি না জেনে থাকেন তাহলে সে ধাপগুলো জেনে নিন।

প্রথম ধাপে বর্তমান ঠিকানা, দ্বিতীয় ধাপে ব্যক্তিগত তথ্য, তৃতীয় ধাপে মেয়াদ ও পাসপোর্টের পৃষ্ঠা সংখ্যা অনুযায়ী ফি জমা দিতে হবে। আর পাসপোর্ট এর ফি নির্ধারিত হয় কয়েকটি বিষয়ের উপর। যেমনঃ

  • পাসপোর্ট এর মেয়াদ।
  • পাসপোর্ট এর পৃষ্ঠা সংখ্যা।
  • পাসপোর্ট ডেলিভারির ধরণ।

অর্থাৎ পাঁচ বছর এবং ১০ বছর মেয়াদী পাসপোর্ট করতে পারবেন। যেখানে ৫ বছর মেয়াদি নূন্যতম পাসপোর্ট করতে খরচ হয় ৪০২৫ টাকা। এবং দশ বছর মেয়াদী ন্যূনতম পাসপোর্ট করতে খরচ হয় ৫৭৫০ টাকা। আবার পাসপোর্ট এর পৃষ্ঠার সংখ্যার উপর নির্ভর করে পাসপোর্ট ফি নির্ধারিত হয়।

যেমন ৫ বছর এবং ১০ বছর মেয়াদী পাসপোর্ট এর ৪৮ পৃষ্ঠা এবং ৬৪ পৃষ্ঠার ক্ষেত্রে অনেক টাকার পার্থক্য হয়ে থাকে। আবার পাসপোর্ট ডেলিভারির ধরন অনুযায়ী পাসপোর্টের টাকা নির্ধারিত হয়। যেমন রেগুলার ডেলিভারি, এক্সপ্রেস ডেলিভারি এবং সুপার এক্সপ্রেস ডেলিভারি। ন্যূনতম ২ দিন এবং এবং সর্বোচ্চ ২১ কর্ম দিবসের মধ্যে পাসপোর্ট ডেলিভারি সম্পন্ন করা হয়।

ই পাসপোর্ট ফি কত টাকা ২০২৪

বিস্তারিত বর্ণনায় যাদের ই পাসপোর্ট ফি কত টাকা বুঝতে অসুবিধা হচ্ছে। তারা নিচের দেওয়া তালিকা টি ভালোভাবে লক্ষ্য করুন। নিচের তালিকায় খুব সহজে ই পাসপোর্ট ফি কত টাকা তা সহজেই বুঝিয়ে দেওয়া হয়েছে। ডেলিভারি ধরন অনুযায়ী, এবং পাসপোর্ট এর পৃষ্ঠা অনুযায়ী ও মেয়াদ অনুযায়ী পাসপোর্ট করতে কত টাকা লাগে তার মূল্য তালিকা সংক্ষেপে উল্লেখ করা হয়েছে।

ডেলিভারির ধরন৪৮ পৃষ্ঠা৬৪ পৃষ্ঠা৬৪ পৃষ্ঠা
৫ বছর১০ বছর৫ বছর১০ বছর
রেগুলার ডেলিভারি৪,০২৫ টাকা৫,৭৫০ টাকা৬,৩২৫ টাকা৮,০৫০ টাকা
এক্সপ্রেস ডেলিভারি৬,৩২৫ টাকা৮,০৫০ টাকা৮,৬২৫ টাকা১০,৩৫০ টাকা
সুপার এক্সপ্রেস ডেলিভারি৮,৬২৫ টাকা১০,৩৫০ টাকা১২,০৭৫ টাকা১৩,৮০০ টাকা

৫ বছর মেয়াদি পাসপোর্ট করতে কত টাকা লাগে ২০২৪

এক্ষেত্রেও পাঁচ বছর মেয়াদী পাসপোর্ট করতে কত টাকা লাগবে তা কয়েকটি বিষয়ের উপর নির্ভর করে। যেমন পাসপোর্ট করতে খরচ হয় ৪৮ পৃষ্ঠার ৫ বছর মেয়াদি ২১ কর্মদিবস এর ক্ষেত্রে ফি ৪ হাজার ২৫ টাকা। জরুরি ১০ কর্মদিবস এর ক্ষেত্রে ফি ৬ হাজার ৩২৫ টাকা।

অতীব জরুরি ২ কর্মদিবস এর ক্ষেত্রে ফি ৮ হাজার ৬২৫ টাকা। এছাড়াও ৬৪ পৃষ্ঠার ৫ বছর মেয়াদী পাসপোর্ট করতে কত টাকা খরচ হয় তা বিস্তারিত জেনে নিন। তাই অজ্ঞতা এবং অসচেতনতার কারণে প্রতারণার হাত থেকে বেঁচে থাকতে অবশ্যই সঠিক ফি সম্পর্কে জানুন।

ডেলিভারির ধরন৪৮ পৃষ্ঠা৬৪ পৃষ্ঠা
৫ বছর৫ বছর
রেগুলার ডেলিভারি৪,০২৫ টাকা৬,৩২৫ টাকা
এক্সপ্রেস ডেলিভারি৬,৩২৫ টাকা৮,৬২৫ টাকা
সুপার এক্সপ্রেস ডেলিভারি৮,৬২৫ টাকা১২,০৭৫ টাকা

10 বছর মেয়াদি পাসপোর্ট করতে কত টাকা লাগে

পাসপোর্টের মেয়াদকাল ও পৃষ্ঠার সংখ্যার উপর ভিত্তি করে পাসপোর্ট ফি নির্ধারণ করা হয়। যারা ১০ বছর মেয়াদের জন্য পাসপোর্ট করতে চাচ্ছেন। তারা নিচের তালিকা থেকে জেনে নিন কত টাকা লাগবে এবং কত টাকা খরচ হতে পারে। নিচে তালিকাটি নিম্নরূপঃ

ডেলিভারির ধরন৪৮ পৃষ্ঠা৬৪ পৃষ্ঠা
মেয়াদ১০ বছর১০ বছর
রেগুলার ডেলিভারি৫,৭৫০ টাকা৮,০৫০ টাকা
এক্সপ্রেস ডেলিভারি৮,০৫০ টাকা১০,৩৫০ টাকা
সুপার এক্সপ্রেস ডেলিভারি১০,৩৫০ টাকা১৩,৮০০ টাকা

নতুন পাসপোর্ট করতে কত টাকা লাগে?

২০২০ সালে পাসপোর্ট ফি নির্ধারণ করা হয়েছে। তারপর থেকে আজ পর্যন্ত পাসপোর্ট ফি পরিবর্তন করা হয়নি। যা নতুন পাসপোর্ট করবে এবং যারা পাসপোর্ট সংশোধন করবে তাদের ঠিক একই ফি প্রদান করতে হবে। অতএব যারা নতুন করে পাসপোর্ট এর জন্য আবেদন করতে চাচ্ছেন। তারা নিচের দেওয়া তালিকা থেকে মেয়াদ অনুযায়ী পাসপোর্ট ফি কত টাকা লাগে তা জেনে দিন।

মেয়াদপৃষ্ঠা সংখ্যাRegularExpressSuper Express
৫ বছর৪৮ পৃষ্ঠা৪০২৫ টাকা৬৩২৫ টাকা৮৬২৫ টাকা
৬৪ পৃষ্ঠা৬৩২৫ টাকা৮৬২৫ টাকা১২০৭৫ টাকা
১০ বছর৪৮ পৃষ্ঠা৫৭৫০ টাকা৮০৫০ টাকা১০৩৫০ টাকা
৬৪ পৃষ্ঠা৮০৫০ টাকা১০৩৫০ টাকা১৩৮০০ টাকা

পাসপোর্ট করতে হলে কি কি লাগে?

সর্বশেষ হালনাগাদ অনুযায়ী পাসপোর্ট করতে ব্যক্তিগত পরিচয় পত্রের প্রয়োজন হয়। যেমন জাতীয় পরিচয় পত্র অথবা জন্ম নিবন্ধন সনদপত্র। নাগরিক সনদপত্র এবং কোন কাজে নিয়োজিত আছেন তা প্রমাণের কাগজপত্র। এছাড়াও পাসপোর্ট করতে হলে যে সকল প্রয়োজনীয় ডকুমেন্ট লাগে তা নিচে উল্লেখ করা হলো।

  • পাসপোর্ট আবেদনের অনলাইন কপি।
  • পাসপোর্ট ফি প্রদানের স্লিপ।
  • জাতীয় পরিচয় পত্র অথবা অনলাইন জন্ম নিবন্ধন সনদ ফটোকপি।
  • পাসপোর্ট অ্যাপ্লিকেশন সামারি কপি।
  • নাগরিক সনদপত্র।
  • পেশা প্রমাণের সনদ পত্র।
  • পিতা-মাতার জাতীয় পরিচয় পত্রের ফটোকপি।
  • যদি আগের পাসপোর্ট থাকে, তাহলে পূর্বের পাসপোর্ট এর ফটোকপি।

পাসপোর্ট সংশোধন করতে কত টাকা লাগে

পাসপোর্ট সংশোধনের জন্য আলাদা এবং অতিরিক্ত কোন ফি প্রযোজ্য নয়। অর্থাৎ পাসপোর্ট সংশোধনের জন্য আলাদা কোনো ফি নির্ধারণ করা হয়নি। যেহেতু ভুল সংশোধনের জন্য পাসপোর্ট ধারি কে নতুন করে পাসপোর্ট রিনিউ করতে হবে। তাই নতুন পাসপোর্ট তৈরি করতে যত টাকার প্রয়োজন হয় সে টাকাই সংশোধন করতে খরচ হবে।

শেষ কথা

আশা করতেছি আজকের এই পোস্টে উপস্থিত সকল ব্যক্তিই উপকৃত হয়েছেন। এবং এই পোস্ট থেকে বিস্তারিতভাবে জানতে পেরেছেন পাসপোর্ট করতে কত টাকা লাগে। যদি এই পোস্ট আপনার কাছে উপকৃত মনে হয়। তাহলে অবশ্যই আপনার আশেপাশের ব্যক্তিদের কে শেয়ার করে দিবেন। ধন্যবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top